চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড, ফিরলেন বিস্ফোরক অলরাউন্ডার

বাংলা হান্ট ডেস্কঃ লর্ডস টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়লেও হেডিংলিতে ফের একবার দুরন্ত কাম ব্যাক করেছে রুট বাহিনী। ফলে সিরিজের ফলাফল এখন ১-১। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম টেস্ট ড্র হওয়ার পর এখন লড়াই সেয়ানে সেয়ানে। আর তাই চতুর্থ এবং পঞ্চম ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে দুই দলের পক্ষেই। এবার চতুর্থ টেস্টের জন্য নিজেদের দল ঘোষণা করল ইংল্যান্ড।

আগেই জানা গিয়েছিল পিতা হতে চলেছেন ইংরেজ উইকেটরক্ষক জস বাটলার। আর সেই কারণে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। শেষ দুটি টেস্টে তাই তার বদলে দলে এসেছেন স্যাম বিলিংস। যদিও জানা গিয়েছে উইকেটের পেছনে দাঁড়াবেন জনি বেয়ারস্টো। মূলত মারকুটে ব্যাটসম্যান হিসেবেই ব্যবহার করা হবে স্যাম বিলিংসকে।

IMG 20210829 214838

এই একটিমাত্র দুঃসংবাদ ছাড়া বেশ বড় কিছু সুসংবাদ রয়েছে ইংল্যান্ড দলের জন্য। চোট কাটিয়ে দলে ফিরছেন ক্রিস ওকস। পায়ে চোট পাওয়ার কারণে নিউজিল্যান্ড সফরের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন ক্রিকেটার। এবার চোট সারিয়ে তিনি দলের প্রায় শক্তি অনেক বাড়বে ইংল্যান্ডের। লর্ডস টেস্টে একদিকে যেমন মাঠে পর্যুদস্ত হতে হয়েছিল ইংল্যান্ডকে তেমনই চোট সমস্যাও হয়ে উঠেছিল মারাত্মক গুরুত্বপূর্ণ। কারন ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পাওয়ায় দলের বাইরে চলে গিয়েছিলেন মার্ক উডের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটার। জানা গিয়েছে, এখন সম্পূর্ণরূপে ফিট তিনি। মনে রাখতে হবে এই মার্ক উড কিন্তু যথেষ্ট সমস্যায় ফেলেছিলেন বিরাট-রাহানেদের।

IMG 20210829 214816

চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ড দলঃ

জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, ররি বার্নস, স্যাম কুরান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, ডেভিড মালান, ওভারটন, অলি পোপ, অলি রবিনসন, ক্রিস ওকস এবং মার্ক উড।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর