বাংলা হান্ট ডেস্কঃ করোনা মহামারীর সঙ্গে লড়ছে গোটা বিশ্ব। প্রতিটি দেশই এখন যত তাড়াতাড়ি সম্ভব নিজের নাগরিকদের করোনার টিকা দিতে চাইছে। আর এরমধ্যে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে প্রায় ৭০ হাজার মানুষ কে নকল করোনার টিকা দেওয়ার মামলা সামনে এসেছে। ভ্যাকসিন দেওয়া প্রাইভেট ক্লিনিক মানুষকে পূর্ণ সুরক্ষা দেওয়ার জন্য তিন-তিনটি ডোজ দিয়েছে। প্রতিটি ডোজের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ১ হাজার ১০০ টাকা নেওয়া হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, এই মামলা ইকুয়েডরের রাজধানী কুতোর। সেখানকার পুলিশের নিরাপত্তা প্রধান সেসর ডিয়াজ নিজের বয়ানে বলেন, ওই প্রাইভেট ক্লিনিক মানুষকে একটি অজ্ঞাত পদার্থের ডোজ দিয়ে প্রায় ১৫ ডলার করে নিয়েছে। সবাইকে বলা হচ্ছে যে, এই ভ্যাকসিনের তিনটি ডোজ নেওয়ার পর করোনা থেকে রেহাই পাওয়া যাবে।
পুলিশ ভ্যাকসিন নেওয়া মানুষদের বয়ান দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, প্রায় ৭০ হাজার মানুষ এই নকল করোনার ভ্যাকসিন নিয়েছে। পুলিশ ওই প্রাইভেট ক্লিনিককে সিল করে দিয়েছে আর অভিযুক্তদের গ্রেফতারও করেছে। যদিও ক্লিনিকের মালিক দাবি করেছেন যে, তিনি মানুষকে করোনার ভ্যাকসিনের বদলে তাঁদের শরীরে ইমিউনিটি বাড়ানোর জন্য ভিটামিন আর সিরামের ডোজ দিয়েছেন।
উকুয়েডর গোটা দক্ষিণ আমেরিকা মহাদ্বিপের কোরান ভাইরাসের হটস্পট হয়ে উঠেছে। ওই দেশে করোনার কারণে এখনো পর্যন্ত ১৪ হাজার ৬৬৮ জনের প্রাণ গিয়েছে আর গোটা দেশে ২ লক্ষ ৪২ হাজার ১৪৬ জন মানুষ এখনো পর্যন্ত সংক্রমিত হয়েছে। ইকুয়েডর ফাইজার আর অ্যাস্ট্রোজেনেকাকে করোনার ভ্যাকসিনের মঞ্জুরি দিয়েছে। আর সেখানকার সরকার দেশের বয়স্ক মানুষদের এই বছরের শেষের মধ্যে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার