বাংলাহান্ট ডেস্ক : অদ্ভুত কাণ্ড গুজরাটে। রাবণ নয়, বরং দশেরায় (Dussehra) জ্বলল কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা ইডি-সিবিআইয়ের (CBI) কুশপুত্তলিকা। সঙ্গে জয় শ্রীরাম ধ্বনির বদলে উঠল কেন্দ্রী সরকার বিরোধী স্লোগানও। দশেরার দিনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মোদির রাজ্য গুজরাটে (Gujarar)।
ভারতের একটা বড় অংশ জুড়ে পালিত হয় দশেরা। এই দিন সমস্ত খারাপের অবসান ঘটিয়ে ভালর জয়ের প্রতীক হিসাবে রাবণের কুশপুত্তলিকা দাহ করা হয়। গুজরাটের ভুজেও পালিত হয় এই দশেরা। তবে এবার একটু অন্যভাবে পালিত হল। দুষ্টের প্রতীক হিসাবে রাবণ নয়, বরং ভুজের হামিরসর পুকুর পাড়ে জ্বলল সিবিআই, ইডি এবং মূল্যবৃদ্ধির কুশপুত্তলিকা। সঙ্গে চলল বিজেপি সরকার বিরোধী স্লোগান। জানা যাচ্ছে, কংগ্রেসের পক্ষ এই দশেরার আয়োজন করা হয়।
এই বছরের শেষেই গুজরাট বিধানসভা নির্বাচন। দু’দশকের বেশি সময় ধরে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। শেষ বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয় হয়। খুব কম ব্যবধানেই জেতে গেরুয়া শিবির। এরপরই সে রাজ্যের হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন। ভোট যত এগিয়ে আসছে ততই আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে কংগ্রেস। সেই আক্রমণের অংশ হিসেবেই ইডি-সিবিআইয়ের কুশপুত্তলিকা দাহ করল তারা।
কংগ্রেস শিবিরের অভিযোগ, দেশজুড়ে মাথাচারা দিয়েছে মূল্যবৃদ্ধি। বেকারত্বের খাদে নেমে গেছে গোটা দেশ। বিরোধীরা এসব বিষয় নিয়ে প্রতিবাদ করলেই ইডি-সিবিআই দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিরোধী নেতাদের বাড়িতে বারবার হানা দিচ্ছে ইডি-সিবিআই। অকারণ তল্লাশি চালাচ্ছে। এই নিয়ে একাধিক বার সরব হয়েছে তৃণমূলও। তাই এবার দশেরায় রাবণ বদলে ইডি-সিবিআইয়ের কুশপুত্তলিকা দাহ করার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। তবে এই বিষয়ে এখনও বিজেপির পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।