রেশন দুর্নীতিতে ধুন্ধুমার! ED-র হাতে গ্রেফতার অভিষেকের জামাইবাবু, উঠছে প্রভাবশালী যোগ

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতির পর এবার রেশনে দুর্নীতি (Ration Scam)। কিছুদিন থেকে একাধিক দুর্নীতির তদন্তে রাজ্যে বেশ সক্রিয় ইডি-সিবিআই। এরই মধ্যে রেশন দুর্নীতি (Enforcement Directorate’s ) টানা দুদিন ধরে রাজ্যে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি। ১২ জায়গায় লাগাতার অভিযান ইডি অভিযান।

গত বুধবার নদিয়ার শিমুলিয়ায় বাকিবুর রহমান (Bakibur Rahaman) নামে এক ব্যক্তির চালকলে হানা দেয় ইডি। তার রাজারহাট ফ্ল্যাটে পৌঁছে যান আধিকারিকরা। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকাল ৬টা থেকে কৈখালির আবাসনে হানা দেয় ইডি। চলে চিরুনি তল্লাশি। টানা ৫৩ ঘণ্টা অভিযানের পর অবশেষে বাকিবুর রহমানকে গ্রেফতার করল ইডি।

চালকলের পাশাপাশি হোটেল ব্যবসায়ী বাকিবুর এলাকায় বিশাল প্রভাবশালী বলেই পরিচিত। বাকিবুরের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা। মিলেছে পাহাড়প্রমাণ সম্পত্তির খোঁজ। যদিও সম্পত্তির উৎস, হিসাব তিনি দিতে পারেননি।

অন্যদিকে, এই বাকিবুরের সূত্র ধরে বুধবার বাগুইআটি থানার অন্তর্গত রাজারহাটের নিউ টাউনের একটি বাড়িতে হানা দেয় ইডি (Enforcement Directorates)। বুধবার সকালে বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাসের বাড়িতে পৌঁছে যায় ইডি। চলে ম্যারাথন তল্লাশি, জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুন: লোকসভার আগে মোক্ষম চাল! এবার পুজোতেও ‘বিরাট’ টার্গেট তৃণমূলের, আসছে বিরাট চমক

২৪ ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশির পর সেখান থেকেও নগদ ও নথি উদ্ধার করেছে ইডি। ব্যাঙ্কের স্টেটমেন্টও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অভিষেকের বাড়ি থেকে মোট ৫ টি আইফোন উদ্ধার করা হয়েছে। যেই ফোন গুলি রান্নাঘরে রাখা প্রেসার কুকার এবং বালতির মধ্যে লোকানো ছিল।

ed f1

এদিকে অভিষেকের মা জানান, ৮-৯ বছর আগে খাদ্যভবনের সঙ্গে অভিষেকের যোগাযোগ ছিল। সেখানে কোনো কাজেই যেত অভিষেক। তবে বর্তমানে সে ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করে। ওদিকে সূত্রের খবর, জেরায় অভিষেক জানায়, উদ্ধার হওয়া সমস্ত টাকা তার জামাইবাবু বাকিবুর রহমানের।

এদিকে বাকিবুরের সাথে উঠে এসেছে প্রভাবশালী যোগ। সেই নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। এদিন গ্রেফতারির পর বাকিবুরকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় ইডি। সূত্রের খবর, কলকাতায় একাধিক রেস্তরাঁ, পানশালা ও হোটেলের মালিক এই বাকিবুর রহমান।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর