বাংলা হান্ট ডেস্ক: রোজভ্যালি মামলা নিয়ে আরো বেশি ভাবে তৎপর হয়েছে CBI ও ED৷ সম্প্রতি CBI-র তরফে নোটিশ দেওয়া হয়েছে রাজীব কুমারকে৷ এবার শুভ্রা কুণ্ডুকে তলব করল ED৷ ED সূত্রে জানা গেছে, বেশ অনেক কয়টি বিষয় নিয়ে রোজ়ভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রীকে ফের জিজ্ঞাসাবাদের প্রয়োজন, সেই কারণেই করা হয়েছে এই তলব৷
রোজ়ভ্যালির স্বর্ণ বিপণি সংস্থা অদ্রিজার অন্যতম ডিরেক্টর ছিলেন শুভ্রা৷ সে কারণে সেখানে বহুবার তল্লাশিও চালায় CBI ও ED৷ প্রচুর নতুন নতুন নথি উদ্ধার হয় সেখান থেকে৷ এবং এসব নথি থেকে জানা যায়, এই সংস্থা বাজার থেকে 330 কোটি টাকা ঋণ নিয়েছিল৷ রোজ়ভ্যালি ঋণ দেখিয়ে ওই টাকা অন্য কোথাও সরিয়ে ফেলেছে বলে মনে করছে ED৷
রোজভ্যালি কাণ্ডে তদন্ত করার সময় অদ্রিজা থেকে প্রচুর ভাউচার বাজেয়াপ্ত করে ED৷ তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, সে ভাউচার গুলি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে শুভ্রা প্রতি মাসে 30 হাজার টাকা বেতন পেতেন। এছাড়াও আরও জানা গেছে যে তিনি মূলত অর্থের বিষয়টি দেখতেন।
তদন্তকারীরা আরও প্রমাণ পেয়েছেন যে এই সংস্থার সঙ্গেও প্রভাবশালী যোগাযোগ রয়েছে। শুধু তাই নয় এও জানা গেছে যে, শুভ্রা ডিরেক্টর থাকাকালীন অদ্রিজা থেকে অনেক প্রভাবশালীকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল সোনা এবং হিরের গয়না। যা তাদেরকে বিনামূল্যে দেওয়া হয়েছিল। এ সমস্ত কিছুর হিসেব পেতে চায় ED। তাই এর আগেও শুভ্রাকে বহুবার জিজ্ঞাসাবাদ করা হলেও আবার তাকে তলব করল ED। এই বিষয়ে শুভ্রা কুণ্ডুর অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বর্তমানে ED বিভিন্ন জায়গায় গৌতমের দেওয়া অগ্রিম টাকা ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। খবর পাওয়া গিয়েছিল যে সম্পত্তি কেনার জন্য গৌতম এ রাজ্য-সহ বিভিন্ন রাজ্যে বেশ কিছু ব্যক্তি ও সংস্থাকে অগ্রিম টাকা দিয়েছিলেন। ED সূত্রে খবর, এই তালিকায় দিল্লির একটি হোটেলও রয়েছে বলে জানা যায়।