ED-কে ছাড়পত্র, মমতার আইনজীবী সঞ্জয় বসুর মাথায় বাজ! বড় রায় সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আইনজীবী সঞ্জয় বসুর (Sanjay Basu) বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) তল্লাশি নিয়ে তোলপাড় চলেছিল গত ১-২ মার্চ। নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে এই নিয়ে মন্তব্য করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। ইডি তল্লাশির পরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সঞ্জয় বসু। হাইকোর্ট আইনজীবীকে রক্ষাকবচ দেওয়ার পাশাপাশি এও বলেছিল, তাকে জেরাও করা যাবে না। আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েছিল ইডি। মঙ্গলবার বিচারপতি রাম সুভ্রমহ্মম ও পঙ্কজ মিত্তালের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, ইডি চাইলে সঞ্জয় বসুকে জিজ্ঞাসাবাদ করতে পারে। কোনো বাধা নেই তাতে।

সুপ্রিম কোর্টের এই রায়ে কার্যত বাজ পড়ল আইনজীবী সঞ্জয় বসুর মাথায়। ইডি চাইলে যে কোনো সময় আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করতে পারে। প্রসঙ্গত, সম্প্রতি পিনকন ও টাওয়ার গ্রুপের মামলায় শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। অভিযান চলেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তথা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল সঞ্জয় বসুর বাড়িতেও।

এই নিয়ে ২ মার্চ দুপুরে নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, ‘ওরা (ইডি) গতকাল সঞ্জয়ের বাড়িতে ঢুকেছিল। আজ মেঘালয়ে ফল ঘোষণা পর্যন্ত ছিল।” জানিয়ে রাখি, ২ মার্চ পাহাড়ের রাজ্য মেঘালয়ের ফলাফল যখন প্রায় সকলের সামনে জলের মতো পরিষ্কার, তখন আইনজীবীর বাড়ি থেকে বেরিয়ে যান ইডির তদন্তকারীরা।

এদিন আদালতে ইডি প্রশ্ন করে, ‘একজন আইনজীবীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেই তিনি কেন ভাবছেন গ্রেফতার করা হবে? আদালতের নির্দেশে চিটফান্ড তদন্ত চলছে। তাহলে হাজিরা দিতে আইনজীবীর আপত্তি কোথায়?’ এরপর পাল্টা সঞ্জয়ের তরফে বলা হয় শুধুমাত্র হেনস্থা করার জন্যই কেন্দ্রীয় এজেন্সি তাকে বারংবার তলব করছে। দুপক্ষের কথা শুনে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ চিটফান্ড মামলায় সঞ্জয়বাবুকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর