শুনানি চলাকালীন ‘প্রেমালাপ’, টুরু লাভই ফাঁসাবে পার্থ-অর্পিতাকে! ED-র হাতে মোক্ষম অস্ত্র

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে গতবছর ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। অন্যদিকে, গত জুলাইয়ে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দু’টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি নগদ টাকা, সাড়ে চার কোটি টাকার বিদেশি মুদ্রা এবং প্রচুর গয়না উদ্ধার হওয়ার পর গ্রেফতার করা হয় তাকেও। তারপর থেকে কেটে গিয়েছে বহু মাস। বারংবার তদন্তকারীদের জেরার মুখে পরে পার্থ জানান কোনোভাবেই অর্পিতাকে চেনেন না তিনি। এমনটাই খবর মিলেছিল ইডি (ED) সূত্রে।

অন্যদিকে, মঙ্গলবার আদালতে শুনানি চলাকালীনই পার্থ ও অর্পিতা যেভাবে পরস্পরকে ইশারা-ইঙ্গিত করছিলেন, চোখে চোখে কথা, হাসি বিনিময়, ইশারায় কমপ্লিমেন্ট দেওয়াতে মেতে উঠেছিলেন, তাতে আইনজীবীদের অধিকাংশর মত ‘অপা’-র এই খুনসুটিই মোক্ষম হাতিয়ার হয়ে উঠতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে।

কেন? যেখানে মাসের পর মাস ধরে জেরায় অর্পিতাকে চেনেন বলে কখনও সরাসরি স্বীকার করেননি পার্থ, সেখানে শুনানি চলাকালীন তাদের ইশারা, ভাব বিনিময় কোন ইঙ্গিত বহন করে? সূত্রের খবর, মঙ্গলবার ‘অপা’-র খুনসুটির বিষয়টি ধরা পড়ে উপস্থিত আইনজীবী, সাংবাদিক, পুলিশ ও বিচার বিভাগীয় কর্মীদের চোখে। পাশাপাশি প্রত্যেক সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নেয় সেই খবর। যা নিয়ে বর্তমানে জোর চর্চা রাজ্যে।

partha chatterjee (1)

এক আইনজীবীর কথায়, ‘‘ পার্থ-অর্পিতার ইশারা-ইঙ্গিতের বিষয়টি হয়তো বিচারকেরও নজরে পড়েছে। আদালতে উপস্থিত সকলেই বিষয়টি দেখেছেন। সে-ক্ষেত্রে বিচারকের নজরে পড়া‌টাই স্বাভাবিক।’’ অন্যদিকে ইডি সূত্রে খবর, ভার্চুয়াল শুনানিতে দুই অভিযুক্তের খুনসুটি কোনো জোরদার তথ্যপ্রমাণ না হলেও পার্থ যে শুধুমাত্র নিজের দোষ ঢাকতে এবং তদন্ত প্রক্রিয়াকে বিভ্রান্ত করতে অর্পিতার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করে আসছিলেন, তার কিছুটাটা হলেও প্রমান পাওয়া গেল।

partha jail

ইডি-র এক তদন্তকারী অফিসারের কথায়, পার্থ-অর্পিতার মঙ্গলবারের এই ঘটনার কথা বিচার প্রক্রিয়া চলাকালীনও তুলে ধরা হতে পারে। প্রয়োজনে জামিনের আবেদন নিয়ে শুনানিতেও ওই তথ্যের ব্যবহার হতে পারে। গ্রেফতারির পর থেকে পার্থ স্বীকার না করলেও ইডি সূত্রে খবর, অর্পিতা অবশ্য মেনেই নিয়েছেন তার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সেই টাকা পার্থরই। শুনানির এই ঘটনায় পার্থর বয়ান যে মিথ্যে একই সঙ্গে অর্পিতার বয়ান যে ঠিক, সে কথাই প্রমাণিত হল বলেও মনে করছেন অনেকে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর