শিক্ষক দুর্নীতির তদন্তে নেমে 100 কোটিরও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত পার্থ-অর্পিতার! চার্জশিটে জানাল ইডি

বাংলাহান্ট ডেস্ক : শিক্ষক নিয়োগে দুর্নীতি-কাণ্ডে (SSC Scam) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নামে মোট ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার এই তথ্য জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, পার্থ ও তাঁর সহযোগীর ৪৮.২২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে অর্পিতার দুই ফ্ল্যাট থেকে মোট ৪৯.৮০ কোটি নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার দাম ৫.০৮ কোটি টাকারও বেশি। সব মিলিয়ে মোট ১০৩.১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির তরফে আরও জানানো হয়, বাজেয়াপ্ত হওয়া ৪৮.২২ কোটি টাকার মধ্যে ৪০টি স্থাবর সম্পত্তি রয়েছে। যার মূল্য ৪০.৩৩ কোটি টাকা। পাশাপাশি ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও সন্ধান পাওয়া যায়। অ্যাকাউন্ট গুলিতে মোট ৭.৮৯ কোটি টাকা রয়েছে।

ওই মামলায় সোমবার বিশেষ আদালতে পার্থ ও অর্পিতার নামে প্রথম চার্জশিট পেশ করতে চলেছে ইডি। গ্রেফতার হওয়ার ৫৮ দিনের মাথায় চার্জশিট করবে তদন্তকারী সংস্থা। সম্পত্তির খতিয়ান চার্জশিটে উল্লেখ করা হবে বলে মনে করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ও অর্পিতার নামে কয়েক কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে বলে তদন্তের শুরুতেই জানায় তদন্তকারী সংস্থা। অর্পিতার দুই ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধারের পরই তদন্তকারীরা অনুমান করেন যে আরও সম্পত্তির হদিস পাওয়া যাবে। যদিও উদ্ধার হওয়া টাকা তাঁদের নয় বলে দাবি করেন পার্থ ও অর্পিতা।

গত ২২ জুলাই শুক্রবার, নিয়োগ দুর্নীতি-কাণ্ডে নাকতলায় পার্থের বাড়িতে হানা দিয়েছিস ইডি। তার পর টানা জিজ্ঞাসাবাদের শেষে সে দিন গভীর রাতে পার্থকে গ্রেফতার করা হয়। প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলাকালীনই তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জের আবাসনে হানা দেয় তদন্তকারী সংস্থা। ওই ফ্ল্যাট থেকে নগদ প্রায় ২২ কোটি টাকা উদ্ধার করা হয়। পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও বিপুল পরিমাণ টাকার হদিস পাওয়া যায়। সেখানে প্রায় ২৮ কোটি টাকা পাওয়া যায়। সব মিলিয়ে প্রায় ৫০ কোটি নগদ টাকা এবং সোনাদানা উদ্ধার হয়।

Sudipto

সম্পর্কিত খবর