কাকুর পর এবার বালু, জ্যোতিপ্ৰিয়র হাতের লেখার নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতে ED

বাংলা হান্ট ডেস্কঃ গত অক্টোবর মাসে রেশন দুর্নীতির দায়ে ইডির (ED) হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick)। গ্রেফতারির পরই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন জ্যোতিপ্ৰিয় ওরফে বালু। এবার সেই সময় হাসপাতাল থেকে উদ্ধার হওয়া জ্যোতিপ্রিয়র চিঠির হাতের লেখা পরীক্ষা করাতে চাইল ইডি। বালুর হাতের লেখার নমুনা সংগ্রহের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি।

আগেই ইডি আদালতে জানায়, হাসপাতালে থাকাকালীন চিঠির মাধ্যমেই নাকি মেয়ের সঙ্গে যোগাযোগ করতেন জ্যোতিপ্ৰিয়। কেন্দ্রীয় সংস্থার দাবি, এসএসকেএম হাসপাতালে থাকাকালীন যখন আদালতের নির্দেশে হাসপাতালে জ্যোতিপ্রিয়ের কেবিন থেকে সিসিটিভি ফুটেজ তুলে নেওয়া হয়, তার পরই তার সঙ্গে মন্ত্রী কন্যা প্ৰিয়দর্শনী দেখা করতে যায়। তার কাছে থেকেই জ্যোতিপ্রিয়র লেখা এক চিঠি উদ্ধার হয়।

   

এরপর সেই চিঠি নিয়ে ময়দানে নামে ইডি। তদন্তকারী সংস্থা তরফে দাবি করা হয় চিঠিতে কার কাছে পাওনা কত, কাকে কত টাকা দিতে হবে, সেই সব কিছুর উল্লেখ ছিল। সেই চিঠি থেকেই জ্যোতিপ্ৰিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর নাম সামনে যে বলে আদালতে জানায় ইডি। গ্রেফতার হয় শঙ্কর। পাশাপাশি হাসপাতাল থেকে উদ্ধার করা সেই চিঠির ভিত্তিতেই শাহজাহনের বাড়িতে তল্লাশিতে যায় ইডি।

ইডি আদালতে জানায়, হাসপাতালে থাকাকালীন চিঠির মাধ্যমেই নাকি মেয়ের সঙ্গে যোগাযোগ করতেন জ্যোতিপ্ৰিয়। চিঠির ভিত্তিতে বালুর বয়ান নেওয়া হয়েছিল বলে ইডি সূত্রে খবর। আর এবার আরও একধাপ এগিয়ে বাংলা ও ইংরেজি মিশিয়ে লেখা সেই চিঠির ফরেন্সিক পরীক্ষা করাতে চাইছে ইডি।

balu ed

আরও পড়ুন: গর্ভপাত, শ্লীলতাহানি, মারধরের অভিযোগ! সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্করকে রক্ষাকবচ হাই কোর্টের

ইডির সূত্রে জানা গিয়েছে , চিঠির সূত্র ধরে এর আগে জিজ্ঞাসাবাদ করা হয় বালুকে। গত ১৯ ডিসেম্বর জেরায় চিঠি লেখার বিষয়টি স্বীকারও করে নেন জ্যোতিপ্ৰিয়। তবে পরে চিঠি লেখার বিষয়টি অস্বীকার করতে পারেন তিনি। এই আশঙ্কাতেই এবার ওই চিঠির ফরেন্সিক পরীক্ষা করাতে চাইছে ইডি। প্রসঙ্গত এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বর পরীক্ষা করেছিল ইডি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর