বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল আরও এক মন্ত্রীর। পার্থ চট্টোপাধ্যায়ের পর ফের এক তৃণমূল মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার কলকাতার বিশেষ সিবিআই আদালতে কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় সংস্থাটি।
ইডির (ED) নজরে চন্দ্রনাথ
বীরভূমের বোলপুর কেন্দ্রের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ গত কয়েক মাস ধরেই ইডির (ED) নজরে ছিলেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম উঠে আসে বলে ইডি সূত্রের খবর।
গত ২৫ জুলাই এবং ৩১ জুলাই দুই দফায় চন্দ্রনাথকে তলব করেছিল ইডি। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। ৩১ জুলাই তিনি ইডিকে (ED) জানান, সমস্ত নথিপত্র গুছিয়ে তিনি শীঘ্রই হাজির হবেন। এর মধ্যেই ইডি তাঁর নামে চার্জশিট জমা দেয়। তদন্তকারীরা এর আগে চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪১ লক্ষ নগদ টাকা উদ্ধার করে। সেখান থেকে তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়। সেই ফোন আনলক করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল বলে জানা যায়।
এদিন, বৃহস্পতিবার চন্দ্রনাথ নিজে থেকে ইডির দফতরে হাজিরা দেন। তবে তাঁকে সেদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, তা নিশ্চিত নয়। চার্জশিট জমার খবর নিয়ে প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, “আমি শুনেছি। বিষয়টা পুরোপুরি জানি না। খোঁজ নিয়ে দেখতে হবে।” ইডির দাবি, মন্ত্রীর ও তাঁর পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তির হদিস জানতে বেশ কয়েক দফায় তথ্য চাওয়া হয়েছিল, যার সাড়া দীর্ঘদিন পাওয়া যায়নি। চার্জশিটে এই বিষয়গুলিরও উল্লেখ রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ ‘এটা ব্যাকডোর এনআরসি’, কি করতে চলেছে কমিশন? ঝাড়গ্রামের মঞ্চ থেকে বুঝিয়ে বললেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, রাজ্যে নিয়োগ দুর্নীতি ইস্যুতে এর আগে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। এবার নাম জড়াল বর্তমান মন্ত্রী চন্দ্রনাথ সিংহের। চার্জশিট জমার পরে তদন্তের গতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।