বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি ঘটনার জের! তৃণমূল নেতা শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে লুকআউট নোটিস (Look Out Notice/Circular) জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorates)। সূত্রের খবর ইতিমধ্যেই নোটিসটি সমস্ত বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফ-এর কাছে সার্কুলেট করে দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার (North 24 parganas) সন্দেশখালি। দুর্নীতির তদন্তে তৃণমূল নেতার বাড়িতে যেতেই তাদের ওপর চড়াও হয় উত্তপ্ত জনতা। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের শেখ শাহজাহানের অনুগামীরা ভীড় করে ফেলে গোটা এলাকায়। তৃণমূল নেতার অনুগামীদের হাতে আক্রান্ত হন কেন্দ্রীয় গোয়েন্দারা। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় আধিকারিকদের। ছাড় পায়নি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ সংবাদমাধ্যমও।
তবে ভয়াবহ এই ঘটনার পর থেকেই আর খোঁজ নেই তৃণমূলের শাহজাহানের। আগেই ইডির দায়ের করা অভিযোগের ভিত্তিতে তশাসকদলের নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এবার লুকআউট নোটিস জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সন্দেশখালির এই ঘটনা নিয়ে গতকাল থেকেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি। শুরু হয়ে গিয়েছে কাদা ছোড়াছুড়ি। তৃণমূল নেতার বাড়িতে গিয়ে ইডির ওপর হামলার ঘটনার পর এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন যে ইডি রাজ্য প্রশাসনকে বলেছে ৪৮ ঘণ্টার মধ্যে শাহজাহানকে তাদের হাতে তুলে দিতে হবে।
আরও পড়ুন: হামলার সময় বাড়ির ভেতরই ঘাপটি মেরে ছিলেন শাহজাহান! ঠিক কি ঘটেছিল গতকাল? সবটা জানাল ED
কুণালের কথায়, ‘আমি শুনেছি ইডি রাজ্য প্রশাসনকে বলেছে ৪৮ ঘণ্টার মধ্যে শাহজাহানকে তাদের হাতে তুলে দিতে হবে। আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে রাজ্য প্রশাসনকে না জানিয়ে যদি কোনও সংস্থা কিছু করে এবং লোকালয়ে প্রবেশ করে এবং দরজা ভাঙে, তাহলে এটি একটি দৃশ্যে পরিণত হয়। তারপর হট্টগোল শুরু হলে ইডি পুলিশকে জানায়। এই কাজ তো তাদের প্রথমেই করা উচিত।’
ওদিকে কেন্দ্রীয় অধিকারিকদের ওপর এই হামলায় ঘটনার খবর গতকালই পৌঁছে গিয়েছে দিল্লিতে। গোটা ঘটনার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Home Minister Amit Shah) ফোনে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল, ইডির ডিরেক্টর ও সিআরপিএফকে ট্যাগ করে গুরুতর পরিস্থিতি বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বিষয়টি এনআইএ-র (NIA) তদন্ত করা উচিত বলেও সোশাল মিডিয়ায় মন্তব্য করেছেন শুভেন্দু।