কড়া মুডে ইডি! অর্পিতা-পার্থর পর এবার মন্ত্রীর আপ্তসহায়ক সুকান্তকে আটক তদন্তকারীদের

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) সংক্রান্ত দুর্নীতি মামলা এবং আর্থিক দুর্নীতি প্রসঙ্গে কড়া মুডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি (Enforcement Directorate)। ইতিমধ্যেই এই মামলায় তৃণমূল মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে আটক পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) আর এবার দুর্নীতি মামলায় আরো খানিকটা অগ্রসর হলো ইডি। বর্তমানে গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকে। তবে শুধুমাত্র এই তিনজনই নয়, পরবর্তীতে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় গতকাল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা নগদ এবং একাধিক সোনা-গয়না, ২০ টি মোবাইল ফোন এবং বিদেশী মুদ্রা উদ্ধার করে ইডি। একই সঙ্গে তৃণমূল নেতার বাড়িতেও পৌঁছে যায় তারা। এক্ষেত্রে দীর্ঘ ২৪ ঘন্টার উপর জিজ্ঞাসাবাদের পর এদিন সকালেই গ্রেফতার করা হয় পার্থকে। পরবর্তীতে তাঁর পরবর্তী গন্তব্য ঘিরে সৃষ্টি হয় বিস্তর জল্পনা এবং শেষ পর্যন্ত নাকতলার বাড়ি থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার গাড়ি পৌঁছে যায় জোকা ইএসআই হাসপাতালে। বর্তমানে সেখানেই তৃণমূল নেতা শারীরিক পরীক্ষা চলছে বলে খবর।

অপরদিকে আবার অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে বর্তমানে আটক করেছে ইডি। তাঁর কাছে এত নগদ টাকা কোথা থেকে এলো, তা নিয়ে উঠে গিয়েছে একাধিক প্রশ্ন। তবে এই অর্থের পিছনে এসএসসি সংক্রান্ত দুর্নীতি জড়িয়ে রয়েছে বলেই অনুমান গোয়েন্দা সংস্থার আর এবার সেই তদন্তের জাল ক্রমশ গোটাতে আরম্ভ করা হয়েছে।

jpg 20220723 120948 0000

সেই ধারা বজায় রেখে এবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার পাশাপাশি তৃণমূল নেতার আত্ম সহায়ক সুকান্ত আচার্যকে গ্রেফতার করলো ইডি। তবে শুধুমাত্র এই তিনজনই নয়, পরবর্তীতে আরও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হবে বলে খবর সামনে উঠে আসছে। সুত্রের খবর, পরবর্তীতে ইডির গ্রেফতারির তালিকায় আরো বেশ কয়েকটি নাম রয়েছে। ফলে স্বাভাবিকভাবে এসএসসি দুর্নীতি মামলা এবং এই প্রসঙ্গে ইডির তৎপরতা বর্তমানে গোটা বাংলায় অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলেই মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর