বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের (Prasanna Roy) পুরুলিয়ার শ্বশুরবাড়িতে তল্লাশি তদন্তকারী সংস্থা ইডির। উল্লেখ্য, এর আগে প্রাথমিকে চাকরি বিক্রির মিডলম্যান হিসাবে গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন।
ইডির স্ক্যানারে প্রসন্ন | Recruitment Scam
প্রসন্নর সাহায্যে ১০০ কোটি টাকার চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ দুর্নীতি করে স্ত্রী ও দুই শ্যালিকাকে চাকরি পাইয়ে দেন প্রসন্ন। সেই দুর্নীতির খোঁজেই এদিন প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় বহুদিন আগেই নাম জড়িয়েছে চাকরি বিক্রির ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের।
২০২২ সালের অগাস্ট মাসে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলে প্রসন্ন রায়। জানা যায়, সম্পর্কে তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি-জামাই! তার অফিসে তল্লাশি করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে৷ রংমিস্ত্রি থেকে দুবাইয়ের হোটেল মালিক। প্রসন্নর উল্কাগতির উত্থানেই কার্যত চোখ কপালে ওঠে গোয়েন্দাদের। তিনি আসলে চাকরিপ্রার্থী ও প্রশাসনিক কর্তাদের মাঝে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতেন বলে অভিযোগ সামনে আসে।
ইডির দাবি ছিল, কেবল পার্থ চট্টোপাধ্যায়ই নয়, আরও একাধিক নেতার সঙ্গে তার সম্পর্কও ছিল ঘনিষ্ঠ। শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গেও তার নিবিড় সম্পর্ক ছিল প্রসন্নর। ইডির দাবি, এসপি সিনহা, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ শিক্ষা দফতরের বহু আধিকারিকেরও তিনি ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।
আরও পড়ুন: গুরুত্বপূর্ণ পরিবর্তন! মঙ্গলে কত নম্বরে উঠবে DA মামলা? রাজ্য সরকারি কর্মীদের জন্য আপডেট
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি বিভিন্ন সংস্থায় প্রসন্নের ২৬ কোটি এক লক্ষ ৮৯ হাজার ৬৭২ টাকার খোঁজ পেয়েছে বলে জানায়। তার স্ত্রী ও অনান্য ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে প্রায় ২৫০ টি হিসাব বহির্ভূত ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পায় ইডি। এর আগে দুর্নীতির তদন্তে নেমে প্রসন্ন রায় ও তার স্ত্রী কাজল সোনি রায়ের নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।