বাংলা হান্ট ডেস্ক: ভোটের আগে ফের সক্রিয় কেন্দ্রীয় সংস্থা। রাজ্যের মন্ত্রীর বাড়িতে তল্লাশি শুরু করল ইডি (ED), জানা গিয়েছে মিড ডে মিলে (Mid Day Meal) আর্থিক তছরুপের অভিযোগেই এই তল্লাশি অভিযান। এছাড়াও মোট ১০টি জায়গায় একই সঙ্গে তল্লাশি চলছে।
উল্লেখ্য, আর কয়েক মাস পরেই রাজস্থানে বিধানসভা নির্বাচন (Rajasthan)। তার আগে ওই রাজ্যের স্বরাষ্ট্র ও উচ্চশিক্ষা মন্ত্রী রাজেন্দর সিং যাদবের (Rajender Singh Yadav) বাসভবনে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। বাড়ির আশেপাশের এলাকাতেও যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে জয়পুরে (Jaipur) তাঁর বাড়িতে হাজির হয় ইডির তদন্তকারী দল। কোটপুতলি টাউনে রাজেন্দরের বাড়ি ছাড়াও আরও দশটি জায়গায় একই সঙ্গে তল্লাশি শুরু হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি কারখানাও রয়েছে। এই কারখানাগুলির মালিক মন্ত্রীর ঘনিষ্ঠ। ইডির পাশাপাশি রাজ্যের আয়কর দপ্তরের কর্তারাও ওই তল্লাশিতে রয়েছেন।
উল্লেখ্য, চলতি মাসের ৭ তারিখেও রাজ্যের আয়কর দপ্তরের আধিকারিকরা মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালান। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে মিড ডে মিলের অর্থের টাকা তছরুপের অভিযোগ উঠছিল। আর নির্বাচনের আগেই সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করল ইডি। উল্লেখ্য, রাজস্থানের মন্ত্রিসভার ‘নাম্বার টু’ হিসেবে পরিচিত রাজেন্দর।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে তাঁর নেতৃত্বাধীন এক সংস্থা মিড ডে মিলের (Pradhan Mantri Poshan Shakti Nirman) পণ্য সরবরাহ করেছিল। যদিও সরকারিভাবে এই তল্লাশি অভিযানের কোনও বিবৃতি জারি করা হয়নি।
গতবছর আয়কর দপ্তরের তল্লাশির পর রাজেন্দর বলেছিলেন, ‘আমরা সৎ। ওদের তদন্ত করতে দেওয়া হোক। ওরা তদন্ত করুক। আমাদের কাজ প্যাকেজিং, মিড ডে মিলের সঙ্গে আমাদের কোনও যোগ নেই।’
প্রসঙ্গত, রাজস্থানে আর কয়েক মাস পরেই ভোট। আর তার আগে কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।