পুর-নিয়োগ কেলেঙ্কারিতে টাকার পাহাড়! তারাতলায় ব্যবসায়ীর বাড়ি উদ্ধার কত কোটি? শুনলে ভিরমি খাবেন

Published on:

Published on:

ED Raid Taratala Businessman in Civic Recruitment Scam Probe

বাংলা হান্ট ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের তৎপর ইডি। বুধবার সকাল থেকে একাধিক জায়গায় তল্লাশি শুরু করে (ED Raid) ইডির একাধিক দল। জানা গিয়েছে, তারাতলার এক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা দিয়ে বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার করেছে তদন্তকারীরা। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।

পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত উদ্ধারকৃত টাকা

ইডির ধারণা, এই বিপুল অর্থ পুর-নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত লেনদেনেরই অংশ। ওই ব্যবসায়ীর সঙ্গে মূল অভিযুক্তদের আর্থিক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, কীভাবে এত পরিমাণ নগদ অর্থ বাড়িতে মজুত রাখা হয়েছিল, তাও খুঁটিয়ে তদন্ত করছে ইডি (ED Raid)।

একাধিক ঠিকানায় অভিযান ইডির (ED Raid)

বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায় ইডি। লেকটাউনের এক ব্যবসায়ীর বহুতলেও হানা দেয় তদন্তকারীরা (ED Raid)। সেখান থেকেও বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনার গয়না উদ্ধার হয়েছে বলে খবর। ইডি সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ীর বাড়িতেও পুর-নিয়োগ মামলার সঙ্গে জড়িত একাধিক নথি মিলেছে।

অন্যদিকে, মঙ্গলবার থেকেই রাজ্যের নানা প্রান্তে ইডির অভিযান শুরু হয়েছে (ED Raid)। বেলেঘাটা, বেন্টিক স্ট্রিট, পার্ক স্ট্রিট-সহ একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে। বেলেঘাটা হেমচন্দ্র নস্কর রোডের এক নির্মাণ ও কাপড় ব্যবসায়ীর ফাঁকা ফ্ল্যাটে হানা দেয় ইডির দল।

তদন্তকারীদের ধারণা, এই ব্যবসায়ীদের মাধ্যমে পুর-নিয়োগ দুর্নীতির অর্থ পাচার হচ্ছিল। উদ্ধার হওয়া অর্থের উৎস খুঁজে বের করতে একাধিক আর্থিক সংস্থা এবং ব্যাঙ্ক হিসাবের খতিয়ান খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই ব্যবসায়ীদের সঙ্গে মূল অভিযুক্তদের ফোনে বা আর্থিক যোগসাজশ ছিল কি না, তা যাচাই করছে ইডি।

ED Raid Taratala Businessman in Civic Recruitment Scam Probe
আরও পড়ুনঃ NRC-র কারণে আত্মহত্যা! পানিহাটিতে প্রণদীপ করের মৃত্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা, পাল্টা তদন্তের দাবি কৌস্তুভের

প্রসঙ্গত, মঙ্গলবার পুর-নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার একাধিক জায়গায় অভিযান চালিয়েছিল ইডি (ED Raid)। বুধবারের অভিযানে বিপুল নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। তদন্তকারীরা এখন নথি ও নগদ অর্থের উৎস খুঁজে বের করার দিকেই জোর দিচ্ছেন।