রাজ্যের প্রভাবশালীর বাড়িতে ম্যারাথন তল্লাশি ED-র! আনা হয়েছে প্রিন্টার মেশিন, তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন থেকে একাধিক দুর্নীতির তদন্তে রাজ্যে বেশ সক্রিয় ইডি-সিবিআই। নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি মানলায় একাধিক নেতা-মন্ত্রী, পুর আধিকারিকদের বাড়িতে চলেছে জোর তল্লাশি। এরই মধ্যে রেশন দুর্নীতি নিয়ে নিউ টাউনের (New Town) তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর বুধবার বাগুইআটি থানার অন্তর্গত রাজারহাটের নিউ টাউনের একটি বাড়িতে হানা দেয় ইডি (Enforcement Directorates)। ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও অব্যাহত ইডির অভিযান। জানা গিয়েছে তদন্ত চলাকালীন গতকাল রাতে এক প্রভাবশালীর বাড়িতে ইডি একটি প্রিন্টার মেশিন নিয়ে আসে। তবে কেন সেই মেশিন আনা হয় তা জানা যায়নি।

সূত্রের খবর, বুধবার সকালে রাজারহাটে অভিষেক বিশ্বাসের নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় ইডি। গতকাল নিউটাউনের আরও একাধিক জায়গায় হানা দেয় ইডি। জানা গিয়েছে অভিষেক ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করেন। গতকাল বাকিবুল রহমান নামের এক হোটেল ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় ইডি। এই বাবিকুলের সূত্র ধরেই অভিষেকের নাম উঠে আসে বলে জানা যায়।

আরও পড়ুন: ঝলমলে রোদ! মহালয়ার আগেই খুশির খবর শোনালো হাওয়া অফিস, বৃষ্টি শুধুমাত্র এই ৫ জেলায়

শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও অভিষেকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অভিষেকের বাড়ি থেকে মোট ৫ টি আইফোন উদ্ধার করা হয়েছে। যেই ফোন গুলি রান্নাঘরে রাখা প্রেসার কুকার এবং বালতির মধ্যে লোকানো ছিল। এই ফোনগুলি কার? কেন এভাবে লোকানো ছিল এসব প্রশ্নের উত্তর খুঁজতেই চলছে তদন্ত, জিজ্ঞাসাবাদ।

ed

এদিকে অভিষেকের মা জানান, ৮-৯ বছর আগে খাদ্যভবনের সঙ্গে অভিষেকের যোগাযোগ ছিল। সেখানে কোনো কাজেই যেত অভিষেক। তবে বর্তমানে সে ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর