বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বাংলায় ইডি হানা (ED Raid)। সূত্রের খবর এদিন আসানসোলে (Asansol) এক শিল্পপতির বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি (Enforcement Directorates)। রানিগঞ্জ শিশু বাগান মোড় সংলগ্ন এনএসবি রোডের পাশে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে সকাল থেকে অভিযান চালাচ্ছে তদন্তকারী সংস্থা। সাথে মজুত রয়েছে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী।
জানা গিয়েছে এদিন ভোর ৫ টায় রানিগঞ্জে এই বড় শিল্পপতির বাড়িতে হানা দিয়েছে ইডি। তখন থেকেই জারি রয়েছে তল্লাশি। সূত্রের খবর, বাংলার বেশ কয়েকটি লোহার ফ্যাক্টরির মালিক চণ্ডী কেডিয়ার। শুধু এরাজ্যে নয়, পাশাপাশি ভিন রাজ্যেও বেশ কয়েকটি কারখানা রয়েছে কেডিয়ারের।
যোগী রাজ্য উত্তরপ্রদেশের লখনউতেও চণ্ডী কেডিয়ারের কিছু ব্যবসা রয়েছে বলে জানা গিয়েছে। যদিও ব্যবসা সংক্রান্ত কোনো বিষয়ে এদিন ইডি অভিযান কিনা জানা যায়নি। পাশাপাশি ঠিক কী কারণে ভোর থেকে এই শিল্পপতির বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা সেই নিয়েও কিছু জানা যায় নি এখনও পর্যন্ত।
আরও পড়ুন: পোর্ট ট্রাস্টের জমি দখল করে পার্টি অফিস! ভেঙে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ বিচারপতি সিনহার
ইডি আধিকারিকদের সঙ্গে থাকা সিআরপিএফ জওয়ানরা গোটা বাড়ি ঘিরে ফেলেছে। চলছে ম্যারাথন তল্লাশি। বাড়ির সকল সদস্যরা আপাতত বাড়ির ভেতরে রয়েছেন বলেই জানা যাচ্ছে। তল্লাশির পাশাপাশি বাড়ির ভেতরে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদও জারি রেখেছে বলে সূত্রের খবর।