বাংলা হান্ট ডেস্কঃ সালটা ২০২২, দিন ২৩ জুলাই! শিক্ষক নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এনফোর্সমেন্ট ডিরেক্টরটের (ED) হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ২২ পেরিয়ে বর্তমানে ২৩, কেটে গিয়েছে বহুমাস, বারংবার জামিনের আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি। বর্তমানে জেলের ঘানি টেনেই দিন কাটছে তার। এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর দুশ্চিন্তা বাড়িয়ে এদিন ইডির দাবি, ‘পার্থ চট্টোপাধ্যায় হলেন দুর্নীতির মাস্টারমশাই’।
যতই দিন যাচ্ছে ততই নিত্যনতুন অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে। গতকালই আদালতে শুনানি শেষে বিচারকের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করেন পার্থবাবু। আদালতে কাতর মিনতি করে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “৮ মাস ধরে জেলে রয়েছি। বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা আছে। আমার এখনও বিশ্বাস আছে, যাই ঘটুক না কেন, সত্য একদিন প্রকাশ হবে।” এদিন আদালতে একের পর এক মন্তব্য করে নিজেকে নির্দোষ দাবি করেন পার্থ।
অন্যদিকে, এদিন আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন ইডির আইনজীবী। বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির মাস্টারমশাই, আর বাকিরা তার ছাত্র’। আইনজীবীর সংযোজন, ‘দুর্নীতি হয়েছে এমন পুরসভার সংখ্যা প্রতিদিন বাড়ছে। ছোটখাটো সোনার খনি নয়, আমরা ঢুকেছি সীমাহীন এক সোনার খনিতে, ঢুকেছি সীমাহীন এক সোনার খনিতে।’
অন্যদিকে, দিন কয়েক আগে নিয়োগ দুর্নীতির অভিযোগেই গ্রেফতার হন হুগলীর প্রাক্তন তৃণমূল যুবনেতা শান্তনু বন্দোপাধ্যায়। এই শান্তনুর একের পর এক সম্পত্তির হদিশ মেলায় এদিন বিস্ফোরক অভিযোগ তুলে ইডির আইনজীবী বলেন, “চাকরি বিক্রির টাকা ঢুকতে ভুয়ো কোম্পানিতে, সেখান থেকে টাকা নিয়ে কেনা হত সম্পত্তি। এখনও পর্যন্ত শান্তনুর ১৩টি নিজস্ব সম্পত্তির হদিশ, বেনামে ৫টি সম্পত্তির হদিশ।বছরে শান্তনুর বেতন ছিল ৬ লক্ষ, সম্পত্তি কোটি কোটি টাকার, বসন্ত, গ্রীষ্মের পর বৃষ্টি এলে দেখা যায় রামধনু, আমরা সেদিকেই এগোচ্ছি”
প্রসঙ্গত, বিগত কিছুমাস ধরে নিয়োগ কেলেঙ্কারিতে ধুন্ধুমার দশা রাজ্যে। দুর্নীতির অভিযোগে একের পর এক শাসকদলের নেতা-মন্ত্রীদের নাম সামনে এসেছে। গত বছর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই এর জোড়া তদন্তে এখনও পর্যন্ত মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। দিন দিন লম্বা হচ্ছে সেই তালিকা। এখন পরবর্তীতে এই তদন্ত কোন নয়া মোড় নেয় সেটাই এবার দেখার।