বাংলা হান্ট ডেস্ক: কেবল জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) নন, রেশন দুর্নীতিতে (Ration Scam) যুক্ত তাঁর স্ত্রী এবং মেয়েও। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে এমনটাই মন্তব্য করেছিল ইডি (ED)। এবার জ্যোতিপ্রিয় ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) বাজেয়াপ্ত (Seize) করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, তদন্তে অসহযোগিতার অভিযোগেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সাতসকালে বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। এরপর টানা ২১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করা হয়। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তাঁকে তোলা হলে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এরপরই রায় শুনে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। বমিও করেন। বিচারকের নির্দেশে শুক্রবার রাতে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানানো হয়, জ্যোতিপ্রিয়ের সুগারের সমস্যা বেড়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা দরকার।
এদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের সদস্য অর্থাৎ তাঁর মেয়ে এবং স্ত্রীয়ের সম্পত্তির পরিমাণ (Asset Value) দেখলে চক্ষু চড়ক গাছ হবে। খোদ বিচারক শুক্রবার বলেন, ‘আমার কাছে এটা আশ্চর্যের যে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী সম্পত্তি কী করে এক বছরে ৪৫ হাজার টাকা থেকে বেড়ে ৬ কোটি টাকা হয়ে গেল?’
এদিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন, জ্যোতিপ্রিয় মল্লিক নিজের বাড়ির পরিচারক থেকে রাঁধুনির নামে কোম্পানি খুলেছেন। এমনকী, স্ত্রী এবং মেয়ের নামেও কোম্পানি খুলেছেন। ইডি সূত্রে দাবি, জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হলে তিনি বলেন স্ত্রী জানেন এবং স্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন জ্যোতিপ্রিয় জানেন। এরপর বিচারক বলেন, ওরা এই বিষয়গুলি এড়িয়ে যেতে পারেন না। মেয়ে তো শিক্ষিত, ওঁকে কেউ সই করতে বললে উনি করে দিলেন, এটা মেনে নেওয়া যায় না।
উল্লেখ্য, জানা গিয়েছে ২০১৬-র নভেম্বর থেকে ২০১৭-র মার্চ মাসে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর ব্যাঙ্কে ৬ কোটি ৩ লক্ষ টাকা এবং মেয়ের অ্যাকাউন্টে ৩ কোটি ৭৯ লক্ষ টাকা জমা পড়েছিল। জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের ভ্রমণের জন্য প্লেনের টিকিটও বুক করে দিয়েছিলেন বাকিবুর রহমান (Bakibur Rahman)। যদিও পড়ে সেটি বাতিল করা হয়।