বাংলাহান্ট ডেস্ক: একের পর এক আর্থিক তছরুপের ঘটনা সামনে আসছে বলিউডে। অভিনেত্রী ইয়ামি গৌতমের পর এবার আর্থিক তছরুপের মামলায় ফাঁসলেন অভিনেতা ডিনো মোরিয়া (dino morea), হৃতিক রোশনের (hrithik roshan) প্রাক্তন শ্বশুর সহ আরো দুই ব্যক্তি। কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (PMLA) আওতায় অভিযুক্ত ওই চারজন।
ডিনো মোরিয়া, হৃতিকের প্রাক্তন শ্বশুর সঞ্জয় খান, ডিজে আকিল এবং কংগ্রেসের নেতা আহমেদ পাটিলের জামাই ইরফান আহমেদ সিদ্দিকীর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। গুজরাটের দুই ব্যবসায়ী ভাই নীতিন ও চেতন সান্দেসারার পারিবারিক অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন ডিনো মোরিয়া ও ডিজে আকিল। ওই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ১৪ হাজার ৫০০ কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে পরে।
তদন্তে নামে ইডি। সেই তদন্তের সূত্রেই এই চারজনের নাম উঠে আসে বলে খবর। জানা গিয়েছে, পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই ডিনো ও ডিজে আকিলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছিল মোটা অঙ্কের টাকা। বাজেয়াপ্ত মোট ৮ কোটি ৭৯ লক্ষ টাকার মধ্যে ডিনো মোরিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে ১ কোটি ৪ লক্ষ টাকা।
কিন্তু সঞ্জয় খান ও ইরফান আহমেদ সিদ্দিকীর অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা কিভাবে এল তাঁর খোঁজ চালাচ্ছে ইডি। সঞ্জয় খানের অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে ৩ কোটি টাকা। ডিজে আকিলের অ্যাকাউন্টে ছিল ১ কোটি ৯৮ লক্ষ টাকা ও ইরফান আহমেদ সিদ্দিকির অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২ কোটি ৪১ লক্ষ টাকা। এই ঘটনার পর থেকেই পলাতক দুই ব্যবসায়ী ভাই, চেতনের স্ত্রী দীপ্তি এবং তাঁদের সঙ্গী হিতেশ প্যাটেল।
অপরদিকে শুক্রবার আর্থিক তছরুপের অভিযোগে ইয়ামিকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী সপ্তাহেই ইডির সামনে হাজিরা দিতে হবে তাঁকে। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, ২রা জুলাই ইডি সমন পাঠায় ইয়ামিকে। আগামী সপ্তাহেই মুম্বইয়ে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় অভিযুক্ত ইয়ামি।
বেসরকারি ব্যাঙ্ক থেকে কিছু সন্দেহজনক বৈদেশিক মুদ্রা লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ইডির দফতরে হাজির হয়ে বয়ান রেকর্ড করতে হবে ইয়ামিকে। জানিয়ে রাখি, এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল অভিনেত্রীর বিরুদ্ধে। তাই তাঁর উপরে নজর ছিল ইডি কর্তাদের।