বড়সড় অ্যাকশন ED-র, বাজেয়াপ্ত হল অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের ৩২টি সম্পত্তি

বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন যাবৎ শ্রীঘরে রয়েছেন কেষ্ট সঙ্গী সায়গল হোসেন ( Sehgal Hossain)। গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling) তার বিরুদ্ধে একের পর এক তথ্য ফাঁস করছে ইডি (ED) সাথেই দিনদিন গরুপাচার মামলার তদন্তে ক্রমশ্যই বেগ বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার অনুব্রতর রক্ষী সায়গলের ৩২টি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ওরফে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

গরু পাচার সংক্রান্ত চার্জশিটে সায়গলের বিরুদ্ধে ইডির অভিযোগ ছিল, বীরভূম (Birbhum) করিডর দিয়ে যে গরু পাচার হত, তার জন্য অনুব্রতর হয়ে টাকা নিতেন সায়গল। ইডির অভিযোগ, গরু পাচারের টাকায় বীরভূমের বিভিন্ন জায়গায় বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে সায়গল। বহু আত্মীয়ের নামেও সায়গল সম্পত্তি রয়েছে। এরপরই সায়গলকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। বর্তমানে দিল্লিতে তিহার জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সায়গল হোসেন।

প্রসঙ্গত, ইতিমধ্যেই গরু পাচারের অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হয়েছে সায়গল হোসেন সহ এনামুল হক, ও বিএসএফ কর্তা সতীশ কুমার। তারা সকলেই রয়েছেন শ্রীঘরে।

sehgal hossain2

আর এবার আরও জোরালো তদন্তে নেমে সায়গলের বিপুল পরিমান বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। সূত্রের খবর, গত ২ ডিসেম্বর ৩২টি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত। তারই জেরে সায়গলের সম্পত্তি আটক করে বাজেয়াপ্ত করা হয়। ইডি সূত্রে খবর , এই সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৪৯০ টাকা। এরপর এই তদন্তের গতি কোন দিকে গড়ায় সেটাই এবার দেখার বিষয়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর