তলব এড়িয়ে রেহাই নেই! কালই আবার সস্ত্রীক অভিষেককে ডাকল ইডি! যেতে হবে শ্যালিকাকে

বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডির তলব এড়িয়ে যান তিনি। এরই মধ্যে আবার বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করল ইডি। হাজিরা দিতে বলা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দিদি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকেও। বৃহস্পতিবার সেখানে উপস্থিত হতে হবে তাঁকে।

কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে চাপানউতোর। গত সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে হাজিরা দিলেও সমন সত্ত্বেও হাজিরা দেননি তাঁর স্ত্রী রুজিরা। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। দ্রুত মামলার নিষ্পত্তির আর্জি জানানো হয় সেখানে। সোমবারই তাঁদের আইনজীবী মনু সিংভি এবং কপিল সিব্বল প্রধান বিচারপতির কাছে এই আর্জি জানান। কিন্তু সোমবার মামলার শুনানি করতে রাজি হননি প্রধান বিচারপতি এনভি রমণা। ফলে মঙ্গলবারও অভিষেক-রুজিরার উপর বহাল রয়েছে ইডির সমন। কিন্তু তা সত্ত্বেও ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডির তলব এড়িয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত ২১ মার্চ ইডির দপ্তরে অভিষেক হাজিরা দিলেও গরহাজির ছিলেন রুজিরা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে সেবার টানা ৮ ঘন্টার ম্যারাথন জেরা করে ইডি। সেই জেরার পর বাইরে বেরিয়ে তৃণমূল নেতা বলেন, ‘আমি অন্য মেটিরিয়াল। আমার বিরুদ্ধে যদি ১০ পয়সার অভিযোগ প্রমানিত হয় আমি ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। কিন্তু আমি মাথা নত করব না৷ এসব ওরা যত করবে তত আমি নিজের লক্ষ্যে অবিচল থাকব। সবাই মেরুদণ্ডহীন হয় না। ‘

কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক-রুজিরার। সেই কারণে রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছিল ইডি। কিন্তু সন্তান অত্যন্ত ছোট হওয়ায় তার দেখভালের জন্য দিল্লি যেতে পারবেন না, এমনটাই জানিয়েছিলেন অভিষেক। মঙ্গলবারও ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিও তাঁদের। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই তলব এড়িয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী ইমেলের মধ্যমে ইডি কর্তাদের এমনটাই জানান।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর