ইডির নজরে এবার বন্দ্যোপাধ্যায় পরিবার! আগামী সপ্তাহে অভিষেক ও তাঁর মা-বাবাকে তলব

বাংলা হান্ট ডেস্ক: আগামী সপ্তাহে লাইন দিয়ে অভিষেকের পরিবারকে ডেকে পাঠাল ইডি (Enforcement Directorate)। লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps & Bounds) মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে বন্দ্যোপাধ্যায় পরিবার। অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে দশটায় তলব করা হয়েছে। অন্যদিকে, আগামী সপ্তাহেই অভিষেকের মা এবং অভিষেকের বাবাকে তলব করেছে ইডি।

   

উল্লেখ্য, অভিষেককে ৩ অক্টোবর তলব করায় তীব্র প্রতিবাদ করেছে শাসকদল (TMC)। ঘটনাচক্রে আগামী ২ এবং ৩ অক্টোবর বাংলার পাওনা চেয়ে দিল্লিতে ঘেরাও কর্মসূচি রয়েছে তৃণমূলের। ওই ধর্না কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিত থাকার কথা। আর সেই সময়ে ইডির তলব নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

এই নিয়ে এক্স হ্যান্ডলে লিখেছেন অভিষেক স্বয়ং। নাম না করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি লিখেছেন, ‘ঠিক যখন বাংলার পাওনা চেয়ে আমাদের দিল্লিতে যাওয়ার কথা, সেই সময় তলব করা হল আমাকে। অতএব বোঝা যাচ্ছে কারা আসলে ভীত এবং সন্ত্রস্ত। কারা ভয়ে কাঁপছে।’

ed abhishek kaku

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্ত করার সময় লিপস এন্ড বাউন্স নামে এক সংস্থার হদিশ মেলে। এরপর আলিপুরে ওই সংস্থার অফিসের প্রায় ১৮ ঘণ্টা তল্লাশি চালায়‌ ইডি। ঘটনাচক্রে ওই সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডিরেক্টরদের তালিকায় রয়েছেন অভিষেকের মা এবং বাবা।

উল্লেখ্য চলতি সপ্তাহের গোড়াতে ইডি ও সিবিআই (CBI) অফিসারদের আদালতে ডেকে পাঠান কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এরপরই অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান কেন নেওয়া হয়নি, তা জানতে চান তিনি। ২৯ সেপ্টেম্বরের মধ্যে ওই সংক্রান্ত তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবার তার ঠিক একদিন আগেই অভিষেকের মা এবং বাবাকে তলব করল ইডি।

Avatar
Monojit

সম্পর্কিত খবর