নিয়োগ দুর্নীতিতে বিরাট মোড়! এবার এই তৃণমূল নেতাকে তলব ED-র, আরও বিপাকে পার্থ

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য। পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য রোজ সামনে আনছেন তদন্তকারীরা। শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, শাসকদলের বহু দুঁদে নেতা, শিক্ষা দফতরের আধিকারিকদের পাশাপাশি জেলবন্দি আরও অনেকে। এরই মধ্যে এবার শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে হল কলকাতার এক কাউন্সিলরকে (TMC Councillor) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorates)।

প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ পার্থ সরকারকে তলব করেছে ইডি। উনি কলকাতা পৌরনিগমের ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সুত্রের খবর, মঙ্গলবার রাতে তাকে নোটিশ পাঠিয়ে ইডি। বুধবার সকালে তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে।

ইডির দাবি, ২০২২ সাল থেকে নিয়োগ-দুর্নীতি মামলায় তদন্তে নেমে একাধিকবার এক কাউন্সিলরের নাম সামনে এসেছে। ধৃত পার্থ চট্টোপাধ্যায়কেও জেরা করে কলকাতা পৌরনিগমের একাধিক কাউন্সিলরের নাম উঠে এসেছিল। সেই সূত্রেই কিছুদিন আগে কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এবার আরেক কাউন্সিরের পড়ল ডাক।

আরও পড়ুন: জোর বিপাকে দলবদলু বায়রন বিশ্বাস! সাত সকালে বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা

সুত্রের খবর, কাউন্সিলর পার্থ সরকারকে ব্যাংকের যাবতীয় নথিপত্র, ইনকাম ট্যাক্স রিটার্নের ফাইল, সহ একাধিক নথিপত্র নিয়ে সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে ৷ এবার এই মামলা কোন নতুন মোড় নেয় সেটাই দেখার।

ed 3

প্রসঙ্গত, চলতি মাসেই পার্থ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। তিনি কলকাতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পাশাপাশি কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক। তল্লাশির পর সিবিআই দাবি করে বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকে তল্লাশিতে মিলেছে এসএসসি ও প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত নথি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর