এবার ইডির নজর মানিক ভট্টাচার্যের উপর, প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় তলব তৃণমূল বিধায়ককে

বাংলাহান্ট ডেস্ক : আজ দুপুরেই ইডির (ED) পক্ষ থেকে জানানো হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী সরাসরি যুক্ত ছিলেন টেট দুর্নীতিতেও (TET Scam)। আর বিষয়ে তদন্তের জন্যই এবার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী কাল, বুধবার বেলা ১২টার সময় তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির (Primary TET Scam) অভিযোগের জেরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে ড. মানিক ভট্টাচার্যকে অপসারণ করেছিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় তাঁকে আগেই সিবিআই তলব করেছিল। তবে সেই বার বিভিন্ন অজুহাত দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়েকে গ্রেফতারের পর তাঁকে তলব করলো ইডি।

গত শুক্রবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। ওই একই দিনে দুর্নীতিতে অভিযুক্ত মোট ১৩ জনের বাড়িতে হানা দেয় ইডি। যে তালিকায় ছিলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যও। ইডি সূত্র মারফত জানা যাচ্ছে, সেদিন তাঁর বাড়ি থেকে বিভিন্ন নথি উদ্ধার হয়। পাওয়া গিয়েছিল বেশ কয়েকটি সিডিও। তারই সূত্র ধরে একাধিক তথ্য উঠে আসে ইডির হাতে। সেই বিষয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর জানার জন্যই মানিককে তলব করা হয়েছে বলেই জানা যাচ্ছে। এই সিজিও কমপ্লেক্সেই ইডির হেফাজতে রয়েছেন পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে। আলাদা ভাবে রাখা হয়েছে পার্থকেও। তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে দুর্নীতি মামলায় প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব তলব করেছিল কলকাতা হাই কোর্ট। শুধু তাঁরই নয়, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং মেয়ের (বিবাহ পর্যন্ত) সম্পত্তির হিসাবও দেখতে চেয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তাঁর সম্পত্তির হিসাব খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করতে চলেছে ইডিও।

Sudipto

সম্পর্কিত খবর