ইডেনের ২২ গজ সাক্ষী থাকল ইতিহাসের, ঐতিহাসিক জয়ে গোলাপী স্মৃতিতে সৌরভ -কোহলি

 

বাংলা হান্ট ডেস্ক: গোলাপি সাহিত্যের ইতিহাসে ক্রিকেট সাহিত্যে লিখে দিলো এক নতুন ইতিহাস। বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারালো ভারত । দ্বিতীয় ইনিংসে মুখ থুবড়ে পড়লো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ভারত চালকের আসনে ছিল প্রথম দিন থেকেই।

IMG 20191124 141120

বাংলাদেশকে কমসংখ্যক রানে গুটিয়ে দিয়ে প্যাভিলিয়ন মুখো করেছিল। আর তারপর আর ফিরে তাকাতে হয়নি। ইশান্ত শর্মার 5 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে 4 উইকেট। বিরাট কোহলির শতরান। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে চার উইকেট উমেশ যাদবের। এক অন্য মাত্রা দিল। জয় ছিনিয়ে নিল ভারত। যে টেস্টকে ঘিরে উন্মাদনা ছিল কলকাতায় প্রবল। শুধু কলকাতায় কেন? গোটা ভারতে ক্রিকেট বিশ্বের চারদিকে নজর ছিল এই ঐতিহাসিক টেস্ট । যাকে ঘিরে দুই দেশের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হয়েছিলেন এক জায়গায়।হাজার হাজার দর্শক টানতে বাধ্য করেছিলেন বিসিসিআইয়ের মহারাজ সৌরভ গাঙ্গুলী।

সম্পর্কিত খবর