বাংলাহান্ট ডেস্কঃ সংরক্ষণের বিষয়টা আর কতদিন ধরে চলবে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে? স্বাধীনতার পরে ৭০ বছর পার হয়ে গেলেও, কোন উন্নতিই কি হয়নি? এমনই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টের (supreme court) বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ।
মারাঠাদের জন্য চাকরি ও শিক্ষা ক্ষেত্রে ১৬% সংরক্ষণের ব্যবস্থা করার জন্য মহারাষ্ট্র সরকার বিল পাশ করালেও, সুপ্রিম কোর্টে এই মামলাকে চ্যালেঞ্জ করা হয়েছিল। সেই বিষয়ে রায় দিয়ে সংরক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের বিচারপতি।
বিচারপতি ভূষণ, বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি হেমন্ত গুপ্ত, বিচারপতি এস আব্দুল নাজ়ির এবং বিচারপতি এস রবীন্দ্র ভট্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই বিষয়ে রায় দেওয়ার সময় প্রশ্ন তোলেন, ‘স্বাধীনতার পর ৭০ বছর কেটে গেলেও বিভিন্ন রাজ্যে এখনও উন্নয়নমূলক প্রকল্প চলছে। এখনও আমাদের শুনতে হবে যে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের এখনও উন্নয়ন হয়নি? অনগ্রসর জাতি এখনও পিছিয়েই রয়েছে?’
অন্যদিকে মহারাষ্ট্র সরকারের আইনজীবী মুকুল রোহতগি জানান, ‘সংরক্ষণের সীমা রাজ্যগুলোর উপর ছেড়ে দেওয়া উচিত। তারাই ঠিক করবে কতদূর অবধি সংরক্ষণ করা হবে। কেন্দ্র সরকারের ১০ শতাংশ সংরক্ষণ ঘোষণার পরও দুর্বল শ্রেণীদের জন্য ঊর্ধ্বসীমা ৫০%পেরোচ্ছে’।