বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক বছর ধরে রাজ্যের সরকারি স্কুল গুলিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা বন্ধ রয়েছে। যার ফলে কার্যত বেহাল দশা রাজ্যের অধিকাংশ সরকারি স্কুলগুলির। পর্যাপ্ত শিক্ষকের অভাবে একপ্রকার ভেঙে পড়েছে শিক্ষা পরিকাঠামো। এরই মধ্যে ‘গোদের ওপর বিষফোঁড়া’র মতো চিন্তা বাড়াচ্ছে স্নাতক স্তরের পড়াশোনাও। এপ্রসঙ্গে এবার বিরাট তথ্য দিলেন ব্রাত্য বসু (Bratya Basu)।
স্নাতক স্তরে পড়াশোনা নিয়ে কি তথ্য দিলেন ব্রাত্য বসু (Bratya Basu)?
সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, চলতি শিক্ষা বর্ষে রাজ্যে স্নাতক স্তরে পড়াশোনার চাহিদা অনেকটাই কমে গিয়েছে। এই অবস্থায় রাজ্যের নতুন কোন কলেজ তৈরির প্রয়োজন নেই বলেই মনে করছে রাজ্যের শিক্ষা দপ্তর। মঙ্গলবার বিধানসভায় নতুন কলেজ তৈরির সম্পর্কে এমনই এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁর কথায়, ‘চলতি শিক্ষাবর্ষে রাজ্যের কলেজগুলিতে অর্ধেক আসন ফাঁকা। ফলে পরিকাঠামো ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের আগে তা বিবেচনা করতেই হবে’।
চলতি শিক্ষাবর্ষে রাজ্যে স্নাতক স্তরে পড়াশোনার চাহিদা কমে গিয়েছে। বিধানসভায় এদিন সেই সংক্রান্ত তথ্য দিয়ে শিক্ষামন্ত্রী (Bratya Basu) জানিয়েছেন, ‘কেন্দ্রীয়ভাবে অনলাইন ব্যবস্থায় এই বছর সাড়ে পাঁচ লক্ষ ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। কিন্তু সাড়ে চার লক্ষের মতো আসন এখনও ফাঁকা পড়ে রয়েছে। এ বিষয়ে তাঁর যুক্তি, ‘ইঞ্জিনিয়ারিং বা অন্য বৃত্তিমূলক শিক্ষায় আগ্রহের কারণে কলেজে আসন পূরণ হচ্ছে না। বিগত কয়েক বছর ধরেই নাকি এই প্রবণতা নজরে আসছে। তাই রাজ্যের এখন রাজ্যে নতুন কলেজ তৈরী করার প্রয়োজন নেই বলেই মনে করছে শিক্ষা দফতর।
আরও পড়ুন: ‘মুসলিমদের আঘাত করার জন্য…’! ‘চ্যাংদোলা’ ইস্যুতে মমতা গর্জে উঠতেই, পাল্টা ‘গিরগিটি’ বললেন শুভেন্দু
ছাত্র সংগঠন ডিএসও অবশ্য সরকারকেই দায়ী করছে এই পরিস্থিতির জন্য। এই বিষয়ে ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ বলেছেন, ‘স্নাতকে চার বছরের ডিগ্রি কোর্স চালু করা, শিক্ষার ব্যাপক ব্যয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের কোনও ব্যবস্থা না থাকা— এগুলোই স্নাতক স্তরে আসন অর্ধেকেরও বেশি ফাঁকা থাকার প্রকৃত কারণ বলে আমরা মনে করি।’ তাঁর দাবি, শিক্ষামন্ত্রী আসলে এই বিষয়গুলিকে আড়াল করতে চাইছেন। সেই কারণেই নানা যুক্তি দিচ্ছেন বলে দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত বিধানসভায় প্রশ্নোত্তর-পর্ব চলাকালীন তৃণমূল কংগ্রেসের বজবজের বিধায়ক অশোক দেব তাঁর নির্বাচনী কেন্দ্রে একটি কলেজ তৈরির জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রাক্তন ছাত্র-নেতা অশোক জানান,‘বজবজে একটি মাত্র কলেজ রয়েছে। তাই স্থানীয় মানুষের চাহিদার কথা ভেবে সেখানে আরও একটি কলেজ তৈরী করার কথা ভাবতে পারে শিক্ষা দফতর।’ তাঁর জবাবেই শিক্ষামন্ত্রী এই তথ্য দিয়েছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে কলেজের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।