পর্ষদ যেভাবে টেট নিয়েছে তাতে কোনও কালনাগিনী ঢুকতে পারেনি! মন্তব্য শিক্ষামন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে শিক্ষক দুর্নীতি (Recruitment Scam) নিয়ে ধুন্ধুমার দশা রাজ্যে। একদিকে দুর্নীতির অভিযোগে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন পর্ষদ সভাপতি থেকে শুরু করে বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। চলছে তদন্ত, মামলা। এই আবহেই নানা তর্ক বিতর্ক, অভিযোগের মধ্যে দিয়ে ডিসেম্বরে সংঘটিত হয় টেট (TET) পরীক্ষা। তারই দুমাসের মধ্যে আজ প্রাথমিক টেটের ফল প্রকাশ করল পর্ষদ।

এদিন টেটের ফল প্রকাশের পর সাংবাদিক বৈঠকের আয়োজন করে পর্ষদ। উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। পর্ষদ সভাপতিকে পাশে নিয়ে ব্রাত্য বসু বলেন, ‘পর্ষদ যেভাবে পরীক্ষা নিয়েছে তাতে এমন কোনও ফাঁক বা ছিদ্র ছিল না, যার মধ্যে দিয়ে কোনও কালনাগিনী গলতে পারে।’ পাশাপাশি তাঁর সংযোজন, ‘কোনও চাকরিপ্রার্থী যদি দালালের ফাঁদে পা দেন, তবে তার দায় কোনওভাবেই পর্ষদের নয়।’

প্রসঙ্গত, টেটের ফলাফল ঘোষণা হলেও এখনও কাটেনি বিতর্ক। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। তারপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে এসেছে। যুবনেতার বাড়ি তল্লাশি করেই ২০২২ সালের টেটের বেশকিছু ওএমআর শিট উদ্ধার করেন তদন্তকারীরা! দুমাস আগে হওয়া টেটের ওএমআর শিট কিভাবে পৌঁছল কুন্তলের বাড়িতে? এই প্রশ্নের রহস্যভেদ এখনও হয়নি।

কুন্তলের বাড়ি থেকে উদ্ধার হওয়া ওএমআর শিট প্রসঙ্গে প্রশ্ন উঠলে এই বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন এতে পর্ষদের কোনও গাফিলতি নেই বলে। আর এদিন টেটের ফল প্রকাশের পর সাংবাদিক বৈঠক করে এই একই কথা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘পর্ষদ পরীক্ষার্থীকে তাঁদের ওএমআর শিটের একটা কপি দিয়েছে। সেই কপি যদি কেউ অন্য কাউকে দেন, তবে তার দায় পর্ষদের নয়।’ কড়া নিরাপত্তায় স্বচ্ছতার মধ্য দিয়ে এবারের পরীক্ষা হয়েছে বলেই জানিয়েছেন ব্রাত্য বসু।

bratya basu

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর টেট হয়েছিল। তার ঠিক ২ মাসের মধ্যেই পরীক্ষার ফল ঘোষণা করা হল। পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছিলেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৬ লক্ষ ২০ হাজার জন। এরমধ্যে পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। শতাংশের নিরিখে ২৪.৩১। মহিলা পাশ করেছেন ৬৯ হাজার ৪০৮ জন। ৪৬.১২১ শতাংশ। পুরুষ পাশ করেছেন ৮১ হাজার ৭৭ জন। ৫৩.৮৭ শতাংশ। অন্যান্য পাশ করেছেন ৬ জন। ১ থেকে ১০ এর মধ্যে ১৭৭ জন রয়েছেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর