বাংলাহান্ট ডেস্কঃ ছাত্রাবস্থায় পড়াশুনার পাশাপাশি নিজের উজ্জ্বল কেরিয়ার গড়তে সকলেই চেয়ে থাকেন। কোন বিষয় নিয়ে, কোথায় এবং কিভাবে পড়াশুনা করলে, জীবনে সফল এবং ভালো একজন মানুষ হয়ে ওঠা যাবে, সেই চিন্তা অনেকেই করে থাকেন।
তবে এবারে ছাত্রছাত্রীদের শিক্ষা বিষয় এই সকল চিন্তা দূর করার জন্য এক নতুন পন্থা বের করল রাজ্য সরকার, নিয়ে এল নতুন এক পোর্টাল (portal)। যেখানে ছাত্রছাত্রীদের শিক্ষার সঙ্গে শিল্পজগতের সম্পর্ক সুদৃঢ় হবে। পূর্বেই এমন পোর্টাল চালুর বিষয়ে ভাবনা চিন্তা চলতে থাকলেও, অবশেষে ৫ ই অক্টোবর থেকে এই পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার।
জানা গিয়েছে এই পোর্টালে প্রায় ৫০০-র বেশি কোর্সের বিষয়ে বিস্তারিত আলোচনা করা থাকবে। যা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সহায়ক হবে। এককথায়, পড়াশুনা শেষ করে ছাত্রছাত্রীদের তাঁদের পছন্দের মত চাকরীর সন্ধান করতে, তাঁদের ভবিষ্যৎ জীবনে সুন্দর ভাবে এগিয়ে যাওয়ার জন্য গাইড করবে এই পোর্টাল।
ছাত্রছাত্রীদের সুবিধার্থে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির এক অধিকর্তা একটি ওয়েবসাইট পোর্টাল চালু করার প্রস্তাব দিয়েছিলেন। সেই বিষয়ে ভাবনা চিন্তা করে এবং সর্বোপরী পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই প্রস্তাবে সায় দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আগামী ৫ ই অক্টোবর থেকে চালু হতে চলেছে এই পোর্টাল। যার ফলে নিজেদের কেরিয়ার গড়ে তোলার পাশাপাশি, সরাসরি ক্যারিয়ার কাউন্সেলিং শিক্ষা এবং শিল্পজগতের লোকজনের সঙ্গে এই পোর্টালের মাধ্যমে যোগাযোগ করতে পারবে ছাত্রছাত্রীরা। আশা করা যাচ্ছে, এই পোর্টাল তাঁদের উজ্জ্বল এবং উন্নত ভবিষ্যতের সঙ্গী হয়ে উঠবে।