সব জারিজুরি খতম! শেষে ভারতের দিকেই তাকিয়ে বাংলাদেশ! দিশেহারা উপদেষ্টা যা বলে বসলেন….

বাংলাহান্ট ডেস্ক : হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে (Bangladesh) গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের মাথায় রয়েছেন নোবেল জয়ী মহম্মদ ইউনুস। যদিও ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ২ মাস অতিক্রান্ত করলেও সে দেশের জনগণের রীতিমত নাভিশ্বাস ওঠার অবস্থা।

ডিম নিয়ে হাহাকার ওপার বাংলায় (Bangladesh)

বাংলাদেশের (Bangladesh) অন্দরে একের পর এক অরাজকতা পরিস্থিতি ভাবিয়ে তুলেছে সবাইকে। তার উপর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি। প্রায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। বাংলাদেশে (Bangladesh) শনিবার পর্যন্ত ১৮০ থেকে ১৯০ টাকা ডজনে বিক্রি হয়েছে ডিম। এই সময়টাতে কলকাতায় এক ডজন ডিম কিনতে খরচ পড়ছে ৭০ থেকে ৭৫ টাকা।

This time the price of eggs has increased

সেই সময় বাংলাদেশে ডিমের (Egg) দাম প্রায় দ্বিগুণ। একাধিক সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, বাংলাদেশ পরিকল্পনা করছে ভারত থেকে ডিম আমদানি করার। সে দেশের প্রশাসনের পরিকল্পনা রয়েছে ভারত থেকে প্রায় ৪ কোটি ডিম নিয়ে যাওয়ার। তবে বাংলাদেশের (Bangladesh) ব্যবসায়ীরা বলছেন, দেশে প্রতিদিন কমপক্ষে ৭ কোটি ডিম প্রয়োজন হয়।

আরোও পড়ুন : মা লক্ষ্মী যেন নিজের মেয়ে! নিজের হাতে ধনদেবীকে সাজিয়ে কোলে টেনে নিলেন অপরাজিতা

সেখানে মাত্র চার কোটি ডিম দিয়ে কীভাবে পরিস্থিতি মোকাবিলা সম্ভব হবে তা বুঝে উঠতে পারছেন না কেউ। উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ডিমের দাম বৃদ্ধি প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, পাঁচ কোটি ডিম লাগে। সাপ্লাই নেই। ডিম কি মেশিনে তৈরি করব? চাহিদার তুলনায় বাংলাদেশের ডিমের যোগান খুবই কম। সেই কারণে হু হু করে বৃদ্ধি পেয়েছে ডিমের দাম। চাহিদা ও যোগানের মধ্যে নেই সামঞ্জস্য।

Bangladesh

তাই বাংলাদেশে আকাশ ছুঁয়েছে খাদ্য তালিকার অন্যতম প্রধান পুষ্টিকর খাদ্য ডিম। শুধু ডিম নয়, বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও আকাশ ছোঁয়া। ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁপে। প্রায় সাড়ে চারশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচালঙ্কা। এই অবস্থায় অনেকের প্রশ্ন, হাসিনার সরকার পতনের পর আখেরে লাভটা কী হল সাধারণ মানুষের?


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর