এই মুসলিম দেশের স্কুলে নিষিদ্ধ হল বোরখা! সরকারের ঘোষণায় বিক্ষোভের আশঙ্কা

বাংলা হান্ট ডেস্ক: ইজিপ্টের (Egypt) স্কুলে বোরখা (Niqab) নিষিদ্ধের ঘোষণা। ৩০ সেপ্টেম্বর থেকে সেখানে পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে। মিশরের সরকার স্কুলের ভিতর মেয়েদের বোরখায় নিষেধ জারি করেছে। রেদা হেগাজি (Reda Hegazy) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন। নতুন শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম চালু হবে। তবে চুল ঢেকে রাখা যাবে। চুল ঢাকতে এমন কিছু ব্যবহার করা যাবে যেটি মুখ না ঢেকেই পরা যাবে।

ধর্মীয় বিষয়টি মাথায় রেখে এবং শিক্ষার পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। চুল ঢেকে রাখার বিষয়টি অভিভাবকদের উপরেই ছেড়েছেন তিনি। স্কুলের পোশাকের রং কী হবে তা স্কুল বোর্ড, ট্রাস্টি, অভিভাবক এবং স্কুলের কমিটি একসঙ্গে সিদ্ধান্ত নেবে।

   

রেদা হেগাজি বলেন, বাহ্যিক চাপ এবং অন্যান্য চাপ থেকে বের হতে হবে। কোনও ছাত্রী চুল ঢেকে রাখবে কি না সেই নিয়ে তার অভিভাবকেরাই সিদ্ধান্ত নেবেন। এটা সম্পূর্ণ স্বেচ্ছায় থাকা উচিত।

উল্লেখ্য, মিশরে (Mishar) বহু বছর ধরেই স্কুলে বোরখা পরা নিয়ে বিতর্ক চলছে। মাসখানেক আগেই ফ্রান্সের (France) সরকারি স্কুলগুলিতে মুসলিম (Muslim) মেয়েদের বোরখা পরিধান নিষিদ্ধ করা হয়েছে। সেখানেও ৪ সেপ্টেম্বর থেকে এই নয়া নিয়ম চালু হয়েছে। এই নিয়ে ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়াল আটাল বলেছিলেন, ‘একটি শ্রেণিকক্ষে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের দিকে তাকিয়ে তাদের ধর্ম সনাক্ত করতে পারার বিষয়টি গ্রহণযোগ্য হতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছি স্কুলে আর বোরখা পরা যাবে না।’ এবার সেই পথেই হাঁটল মিশর।

Avatar
Monojit

সম্পর্কিত খবর