পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা এই মুসলিম দেশের! নাগরিকত্ব বিক্রি করে দেশোদ্ধারের চেষ্টা সরকারের

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের মতো অর্থনৈতিক সঙ্কট চলছে মিশরেও (Egypt)। কিন্তু সেখানে সরকার এই সঙ্কট থেকে বেরোনোর একটি উপায় খুঁজে বের করেছে। এই পদক্ষেপ তাদের খুব তাড়াতাড়িই এই সঙ্কট থেকে বের করে আনতে সাহায্য করবে। মিশর সরকার ঘোষণা করেছে, যে সমস্ত লগ্নিকারী সেখানে ২.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবেন তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। যদিও সরকারের এই পদক্ষেপ নিয়ে বিতর্কও হচ্ছে।

পাকিস্তানের মতোই মিশরেরও বিদেশি মুদ্রার ভাঁড়ারে টান পড়েছে। ফলে দেশের অর্থনীতি সঙ্কটে রয়েছে। জানুয়ারিতে তাদের মুদ্রাস্ফীতির হার ২৬.৫ শতাংশে পৌঁছে যায়। আগামী দিনে এই হার আরও বাড়বে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। এর পাশাপাশি নাগরিকত্ব বিক্রি করার এই ফর্মুলা কতটা কার্যকরী হবে তা নিয়েও আলোচনা চলছে মিশরে। এ বিষয়ে সরকারের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। 

egypt crisis

সেখানে বলা হয়েছে, লগ্নিকারীরা তাদের শর্ত মানলে তাঁদের মিশরের নাগরিকত্ব দেবেন প্রধানমন্ত্রী মুস্তাফা মাদবলি। কোনও বিদেশি নাগরিক রিয়্যাল এস্টেটে বিনিয়োগ করে মিশরের নাগরিকত্ব কিনে নিতে পারবেন। তিনি যদি তা না করেন তাহলে তাঁকে মিশরের যে কোনও ব্যাঙ্কের অ্যাকাউন্টে ৫ লক্ষ ডলার জমা দিতে হবে। আরও দু’টি শর্ত রেখেছে মিশর সরকার। 

সেগুলি অনুযায়ী, দেশের একটি প্রকল্পে কমপক্ষে ৩ লক্ষ ৫০ হাজার ডলার বিনিয়োগ করতে হবে। অথবা ২ লক্ষ ৫০ হাজার ডলার সরাসরি রাজস্ব বিদেশি মুদ্রার আকারে দেশের সরকারি কোষাগারে জমা দিতে হবে। প্রসঙ্গত, মিশরের অর্থনীতি গত কয়েক বছর ধরে ধুঁকছে। মুদ্রাস্ফীতিও ক্রমশ ঊর্ধমুখী। গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ হারে চলে গিয়েছে মুদ্রাস্ফীতি। বিশেষজ্ঞদের মতে, এটি আরও বাড়বে। 

মিশর সরকার গ্যাসের দাম আরও বাড়িয়েছে। তবে ডিজেলের দাম একই রয়েছে। শহরাঞ্চলে খাদ্যের দাম ৪৮ শতাংশ অবধি বাড়তে পারে বলে আশঙ্কা। রাজধানী কায়রোতে চাল, রান্নার তেল, রুটি ও ডিমের মতো খাদ্যদ্রব্যের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। দেশের এই অবস্থার কারণ সরকারের দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতা। রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসির সরকার ২০১৪ সাল থেকে মেগা প্রকল্পগুলি অনুসরণ করছে৷ বলা হচ্ছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব প্রকল্প সম্পন্ন হচ্ছে। এখন তাদের কারণেই জনগণ সামরিক বাহিনীকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।    

Subhraroop

সম্পর্কিত খবর