বাংলাহান্ট ডেস্ক: পুজো শেষের পরেই চ্যানেলগুলোতে নতুন সিরিয়াল (Serial) শুরু আর পুরনো সিরিয়াল শেষের ধুম। জি বাংলায় ইতিমধ্যেই ‘নিম ফুলের মধু’র প্রোমো এসে গিয়েছে। আর নতুন সিরিয়ালের কোপে ‘পিলু’ নাকি বন্ধ হয়ে যেতে বসেছে। ‘মিঠাই’ এর উপরেও পড়তে চলেছে প্রভাব। নিম ফুলের জন্য এতদিনের স্লট বদলাতে মোদক পরিবারের। এবার খবর এল, আরো এক নতুন সিরিয়াল আসছে জি তে।
‘যমুনা ঢাকি’ শেষ হয়েছে বেশ কয়েক মাস আগে। যমুনা সঙ্গীতের জুটি অনস্ক্রিন থেকে অফস্ক্রিনে মোড় নিয়েছে। শ্বেতা ভট্টাচার্য পা রেখেছেন বড়পর্দায়। কিন্তু ছোটপর্দাকে যে তিনি বিদায় দেবেন না তা আগেই জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। খুব শিগগির নতুন সিরিয়াল নিয়েও নাকি ফিরতে চলেছেন তিনি। আর সেটা জি বাংলাতেই।
গুঞ্জন সত্যি হলে নতুন সিরিয়ালে শ্বেতার বিপরীতে দেখা যাবে হানি বাফনাকে। এখনো পর্যন্ত সিরিয়ালের নাম বা অন্য কোনো তথ্য জানা না গেলেও ইতিমধ্যেই খবর ছড়িয়েছে, নতুন সিরিয়ালের আগমনে নাকি বিপদ বাড়বে ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy) এর। জি বাংলার অন্যতম পুরনো সিরিয়াল এটি। সিড মিঠাইয়ের পর ঊর্মি সাত্যকিই জনপ্রিয়তার দিক থেকে তালিকায় এগিয়ে ছিল।
কিন্তু এখন সিরিয়ালে দুজনের মধ্যে বিচ্ছেদ পর্ব চলছে। তৃতীয় ব্যক্তি মিস্টার ভাটিয়া প্রবেশ করেছে দুজনের মধ্যে। না জেনে ঊর্মিকে বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে সাত্যকিও নিজের ব্যর্থতায়, অভিমানে ঊর্মিকে তুলে দিয়েছে ভাটিয়ার হাতে। এই ট্র্যাক দর্শকদের পছন্দ হচ্ছে না। এর মধ্যে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি শেষ হয় যাবে এই পথ যদি না শেষ হয়। তবে এ বছর নয়, আগামী বছরের শুরুতেই নাকি বিদায় নেবে ঊর্মি সাত্যকি।
এ খবর আদৌ সত্যি নাকি স্রেফ রটনা তা অবশ্য জানা যায়নি। বিষয়টা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষনা করা হয়নি সিরিয়াল নির্মাতাদের তরফে। তবে ঊর্মি সাত্যকি ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে সিরিয়াল শেষের গুঞ্জনে।
উল্লেখ্য, জি তে এখন যেকটি সিরিয়াল চলছে তার মধ্যে মিঠাই এবং এই পথই সবথেকে পুরনো। দুটি সিরিয়ালই এতদিন ভাল টিআরপি দিয়েছে। বিশেষ করে মাঝে কয়েক সপ্তাহ সেরা দশের টিআরপি তালিকায় জায়গা করে নিচ্ছিল এই পথ যদি না শেষ হয়। এমন অবস্থায় যদি সব পুরনো সিরিয়াল গুলোই শেষ হয়ে যায় তা চ্যানেলের পক্ষে ভাল হবে না বলেই মত দর্শকদের।