জাতীয় পতাকার উপর খাবার খেয়ে ঈদ উদযাপন! গ্রেফতার ছয়

বাংলাহান্ট ডেস্কঃ অসমে ভারতের জাতীয় পতাকা অপমান করার মামলায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা অসমের বঙাইগাঁও জেলায় ঘটেছে। সেখানে একদল মানুষ ভারতের জাতীয় পতাকার উপর খাবার খেয়ে ঈদ উদযাপন করছিল। বঙাইগাঁও পুলিশ ঈদের দাওয়াতে ভারতীয় পতাকার অপমান করার অপরাধে ছয়জনকে গ্রেফতার করেছে।

বঙাইগাঁও পুলিশ এই ঘটনার বিবরণ দিয়ে জানায়, অভয়পুরী এলাকার টেঙ্গনামারি গ্রামের রেজিনা পারভিন সুলতানার বাড়িতে ১৪ মে ডাইনিং টেবিলে ভারতীয় পতাকার দুর্ব্যবহার করে অপমান করার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে খবর পাওয়া গিয়েছিল যে, ঈদের দিন আহমেদাবাদের জুহাপুরার একটি গোরস্থানে একত্রিত হওয়া মুসলিম জনতা আহমেদাবাদ পুলিশের এক আধিকারিককে ছবি তোলা আর ভিডিও করার অপরাধে মারধর করে। পুলিশ আধিকারিকের মোবাইলও ছিনিয়ে নেয় তাঁরা। আহমেদাবাদ পুলিশ এই ঘটনার পরিপেক্ষিতে মামলাও দায়ের করে। এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর