বাংলাহান্ট ডেস্ক: ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি খবর পান যৌন ব্যবসার জন্য বাংলাদেশ থেকে বহু নারীকে ভারতে পাচার করা হচ্ছে। তাই গোপনে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তল্লাশি চালায় বিভিন্নস্থানে।দেহ ব্যবসার জন্য ভারতে পাচার করা ৮জন বাংলাদেশী নারীকে উদ্ধার করলেন তারা। এই ঘটনায় পুলিশ মোট ২০ জনকে গ্রেফতার করেছেন।
গোপন তথ্য পেয়ে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি দুদিন ধরে আম্বেরপেত, মোগলপুরা ও বালাপুরে যৌথভাবে অভিযান চালায়। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সাথে ছিল হায়দ্রাবাদ গোয়েন্দা এজেন্সি, রাচাকুন্দা পুলিশ কমিশনারেট।
জানা গিয়েছে, পুলিশ ও গোয়েন্দা এজেন্সির কাছে তথ্য ছিল ভারতে বাংলাদেশ থেকে নারী পাচার করা হচ্ছে। এই তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ বহুদিন ধরে জাল ছড়িয়েছিলেন। এবং যথাযথ তথ্যের ওপর ভিত্তি করে শনিবার রাতে পুলিশ আম্বেরপেত, মোগলপুরা ও বালাপুরে যৌথভাবে অভিযান চালায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৭ জন নারীকে উদ্ধার করেন। আর রবিবার দুপুরে অভিযান চালিয়ে বাকিদেরকে উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ মোট কুড়ি জনকে গ্রেফতার করেছেন।
পুলিশের কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিশের কাছে তথ্য রয়েছে ওইসব নারীকে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয় পতিতাবৃত্তির জন্য। দালান ঘর ভাড়া নিয়ে এসব নারীদের দিয়ে ব্যবসা করতো।