ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই দলের আট ফুটবলারের মৃত্যু ঘটল।

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হলেন একই দলের আট জন ফুটবলার। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে আফ্রিকার গিনির মামৌউ শহরের বাইরে। জানা গিয়েছে নিহত আটজন ফুটবলার দ্বিতীয় ডিভিশনের এতইলে দে গিনি দলের ফুটবলার ছিলেন। এছাড়াও এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুত্বর ভাবে আহত সংখ্যা প্রায় সতেরো।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার এর প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে ফুটবলারদের নিয়ে এই টিম বাস একটি ফুটবল ম্যাচ খেলার জন্য যাচ্ছিলেন সেই সময় হঠাৎই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি ঘটনাস্থলেই মারা যান বাসে উপস্থিত আটজন ফুটবলার।

179446766cd8b47562410b7726669a7acb78581ac

একটি ফুটবল ম্যাচ খেলার জন্য এতইলে দে গিনি দলটি রওনা দিয়েছিল কাঙ্কান শহরের উদ্দেশ্যে। যাত্রা পথে গিনির মামৌউ শহরের বাইরে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। তবে এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও কেউ খুঁজে বের করতে পারে নি। ধারণা করা হচ্ছে এই দুর্ঘটনা ঘটেছে টিম বাসের যান্ত্রিক ত্রুটির কারনে। ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে এতইলে দে গিনি ফুটবল দলে।

Udayan Biswas

সম্পর্কিত খবর