দীনেশ, রাহুল বাদ! T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় খেলবেন এই কিপার, প্রকাশ্যে এল নাম

বাংলা হান্ট ডেস্ক : চলছে IPL, তারমধ্যে বেশ জোরেশোরে শুরু হয়ে গিয়েছে T20 বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতি। কারণ আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে T20 বিশ্বকাপ। সবচেয়ে বেশি জল্পনা কল্পনা শুরু হয়েছে বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে। ভারতীয় দলে (India National Cricket Team) কোন কোন খেলোয়াড় খেলবেন তাই নিয়ে কম আলোচনা হচ্ছে না। প্রথম একাদশ কেমন হবে তাই নিয়ে নানা মুনির নানা মত, তরইমধ্যে কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) বেছে নিলেন পছন্দের একাদশ।

গিলক্রিস্ট যে দল বেছে নিয়েছেন সেখানে থাকছেন তিন উইকেট কিপার ব্যাটসম্যান। তালিকায় যারা রয়েছেন তারা হলেন, সঞ্জু স্যামসন (Sanju Samson), ঈশান কিষান (Ishan Kishan) এবং ঋষভ পন্থ (Rishabh Pant)। এদের তিনজনই ব্যাট হাতে কামাল করছেন আইপিএলে। তাহলে কাকে এগিয়ে রেখেছেন এই তিনজনের মধ্যে? চলুন তাও জানাচ্ছি।

সঞ্জু স্যামসন, ঈশান কিষান এবং ঋষভ পন্থ এই তিন খেলোয়াড়ই এবছরের আইপিএলে দারুণ খেলছেন। দুর্ঘটনা, চোট থেকে ফিরে ব্যাট হাতে দারুণ করছেন ঋষভ। হালেই লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে তার রণিংদেহি রূপ দেখা যায়। মাত্র 24 বলে 41 রান করে দিল্লিকে জেতান তিনি। অন্যদিকে ইশান কিষাণও কম জাননা, মুম্বাইয়ের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন তিনি।

আরও পড়ুন: মালদা পেরোতেই শুরু অ্যাটাক! বন্দে ভারতে পাথর-হামলা, ভাঙল কাচ! আতঙ্কিত যাত্রীরা

চলতি বছরের আইপিএলে টপ পারফর্মারদের মধ্যে আসেন সঞ্জু স্যামসন। তিনি মাত্র 6 ম্যাচে 246 রান করে তাক লাগিয়ে দিয়েছেন। এই রানের মধ্যে তার তিনটি অর্ধ শতরানও রয়েছে। তিনজনই ভালো খেলছেন, কিন্তু এদের মধ্যে একজনকেই মাঠে দেখতে চান গিলক্রিস্ট। আর সেক্ষেত্রে তিনি এগিয়ে রেখেছেন দিল্লির অধিনায়ক পন্থকে।

আরও পড়ুন : Exclusive: রবিতেই শেষ খেলা খেলবেন মাহি, ওয়াংখেড়েতেই শেষ ধোনির সফর? প্রকাশ্যে বড় খবর

the icc men s t20 world cup trophy

গিলক্রিস্টের কথায়, “আমি মনে করি ঋষভ পন্থকে অবশ্যই দলে রাখা উচিৎ। এছাড়া তার সঙ্গে আমি সঞ্জু স্যামসনকেও দলে রাখতে চাই। নিঃসন্দেহে ইশান কিষাণও এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে। কিন্তু এদের মধ্যে আমি এগিয়ে রাখব ঋষভকে। এখনও যদি ওকে দলে না নেওয়া হয়, তার জন্য দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।” তবে বিশ্বকাপের দল বাছাই করা যে নির্বাচকদের জন্য বেশ জটিল কাজ তা তিনি স্বীকার করে নিয়েছেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর