বাংলাহান্ট ডেস্ক: গত কয়েকদিন ধরে বারে বারেই সংবাদ শিরোনামে উঠে আসছেন বলিউড প্রযোজক একতা কাপুর (ekta kapoor)। ভারতীয় সেনাবাহিনীকে (indian army) অপমান করার দায়ে সব মহলেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন একতা। পুলিসে অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। দিতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণও। শুধু তাই নয়, এই সমালোচনা বিতর্কের মাঝেই নেটদুনিয়ায় তীব্র কটুক্তির সম্মুখীন হতে হয়েছে একতাকে। পেয়েছেন ধর্ষণ ও খুনের হুমকি।
অবশেষে একতা জানালেন, ওয়েব সিরিজের যে দৃশ্যের জন্য এত বিতর্ক সেই দৃশ্যটিকেই ডিলিট করে দিয়েছেন তিনি। উপরন্তু প্রযোজক আরও জানান, তিনি ও তাঁর টিম ভারতীয় সেনার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। যদি কারওর অনুভূতিতে কোনওরকম আঘাত লেগে থাকে তাহলে তিনি ক্ষমাপ্রার্থী।
একতার কথায়, “একজন ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসাবে আমরা ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধাশীল। আমাদের সুরক্ষার জন্য তাঁদের অবদান সত্যিই অনস্বীকার্য। বিতর্কিত দৃশ্যটি আমরা ইতিমধ্যেই ডিলিট করে দিয়েছি। আমাদের তরফে অ্যাকশন নেওয়া হয়েছে। কারওর অনুভূতিতে আঘাত লেগে থাকলে আমরা ক্ষমাপ্রার্থী। কিন্তু ধর্ষণ ও খুনের হুমকি দেওয়াকে আমরা সমর্থন করিনা।”
এই প্রসঙ্গে সমালোচকদের উদ্দেশে তোপ দেগেছেন একতা। সম্প্রতি লেখিকা শোভা দের সঙ্গে একটি ভিডিও কলে এই প্রসঙ্গে সরব হন প্রযোজক। সোশ্যাল মিডিয়ায় হুমকি নিয়ে প্রশ্ন করা হলে একতা বলেন, “ভারতীয় সেনার প্রতি আমি এবং আমার সংস্থার সকলেই খুব শ্রদ্ধাশীল। তাদের দান অসামান্য। ভারতীয় সেনার যদি কোনোপ্রকার অসম্মান হয়ে থাকে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে সোশ্যাল মিডিয়ার হুমকিতে ভয় পাব না।”
একতা আরও বলেন, “আমার ৭১ বছর বয়সী মা, আমি, আমার ছেলেকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এর অর্থ কি? সেক্স খারাপ কিন্তু ধর্ষণ ভাল?” একতার এই মন্তব্যকে অনেক মহিলাই সমর্থন করেছেন। একজন মহিলা হিসাবে একতাকে দেওয়া ধর্ষণের হুমকিরও বিরোধিতা করেছেন অনেকে।
https://www.instagram.com/tv/CBGZwADlTgT/?igshid=e9rlq3dk31a3
প্রসঙ্গত, সম্প্রতি নিজের ওয়েব প্ল্যাটফর্ম ALT বালাজি প্ল্যাটফর্মে একটি নতুন ওয়েব সিরিজ শুরু করেছেন একতা। XXX নামে ওই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের একটি এপিসোডের জন্যই তুমুল বিতর্কের সম্মুখীন হয়েছেন একতা। ইউটিউবার হিন্দুস্তানি ভাউয়ের দাবি ওই সিজনে একটি এপিসোড রয়েছে যেখানে দেখানো হয় একজন সেনাবাহিনীর জওয়ানের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। একটি বিশেষ দৃশ্যে দেখা হয় স্বামীর সেনাবাহিনীর উর্দি নিজের প্রেমিকের গায়ে চাপিয়ে তাঁর সঙ্গে সঙ্গমে লিপ্ত হচ্ছেন ওই মহিলা।
ইউটিউবার ‘হিন্দুস্তানি ভাউ’ একতার বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেছেন। হিন্দুস্তানি ভাউয়ের বক্তব্য, এই দৃশ্যটি ভারতীয় সেনাবাহিনীর পক্ষে অত্যন্ত অপমানজনক। গুরুগ্রামের পালম বিহারের কয়েকজন প্রাক্তন জওয়ানও অভিযোগ দায়ের করেছেন একতার বিরুদ্ধে। এছাড়াও মুজফফরপুর কোর্টে একতা ও তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। ভেটেরান সোলজারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাম প্রবেশ সিং এই মামলা দায়ের করেছেন। আগামী ২৩ জুন মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।