বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রের কোপে একগুচ্ছ ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform)। ডিজিটাল যুগে ওটিটির ছড়াছড়ি। সেখানে বেশ কিছু প্ল্যাটফর্ম নিয়ে আপত্তি উঠেছে বহুবার। যৌন উত্তেজক, হিংসাত্মক কনটেন্টের জন্য দেশের ২৪ টি অ্যাপ এবং ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে। এই প্ল্যাটফর্ম গুলির (OTT Platform) মধ্যে অন্যতম নাম ‘অল্ট বালাজি’। দীর্ঘদিন ধরেই এই প্ল্যাটফর্মের সঙ্গে হিন্দি টেলিভিশনের অন্যতম কর্ত্রী একতা কাপুরের নাম জড়িয়ে রয়েছে। তবে প্ল্যাটফর্ম নিষিদ্ধ হতেই মুখ খুলেছেন তিনি।
অল্ট প্ল্যাটফর্ম (OTT Platform) নিয়ে সরব একতা
একটি বিবৃতিতে একতা স্পষ্ট করেছেন, এই প্ল্যাটফর্মের সঙ্গে তিনি এবং তাঁর মা শোভা কাপুর কোনোভাবেই যুক্ত নেই। ২০২১ সালে এই প্ল্যাটফর্ম (OTT Platform) থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। সত্যতা যাচাই না করে নেতিবাচক খবর ছড়ানোর বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি।
আগেও জড়িয়েছিল বিতর্কে: উল্লেখ্য, ২০২১ সালেও একবার বিতর্কে জড়িয়েছিল অল্ট বালাজি। ভারতীয় সেনাকে নিয়ে আপত্তিকর কনটেন্ট প্রচারের অভিযোগে আইনি জটিলতায় জড়িয়েছিলেন একতা এবং তাঁর মা। অবশেষে নিষিদ্ধের তালিকায় নাম লেখাল এই প্ল্যাটফর্ম।
আরও পড়ুন : শুভশ্রী বাদ, জি বাংলার মহালয়ায় মুখ বদল? জল্পনায় দেবের এই নায়িকা!
কোন কোন প্ল্যাটফর্ম নিষিদ্ধ হয়েছে: প্রসঙ্গত, অল্ট ছাড়াও উল্লু, দেশি ফ্লিক্স, বুমেক্স, গুলাব এর মতো প্ল্যাটফর্ম (OTT Platform) এবং অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে কেন্দ্রের তরফে। ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ এবং ৬৭ এ, ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ এবং ১৯৮৬ সালে অশ্লীল ভাবে নারী শরীর প্রদর্শন নিষেধ আইন ধারা ৪ এর নির্দেশ লঙ্ঘন করার অভিযোগ রয়েছে এই প্ল্যাটফর্ম গুলির বিরুদ্ধে।
আরও পড়ুন : শত্রু দেশে শুরু ‘হাইপারসনিক’ যুগ, তুর্কি-টাইফুনের প্রশ্রয়ে ‘ফোঁস’ করতে পারে পাকিস্তান! কতটা চাপে ভারত?
এর আগেও ওটিটি প্ল্যাটফর্মে কনটেন্ট শালীনতার মাত্রা অতিক্রম করছে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে। বেশ কয়েকটি প্ল্যাটফর্ম এবং অ্যাপ নিষিদ্ধ হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল আরও কিছু নাম।