বাংলা হান্ট ডেস্ক: দ্রুত হারে বাড়ছে ভারতে বার্ধক্যের সংখ্যা (Senior Citizen)। UNFPA-এর একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে যে, ভারতে বয়স্ক জনসংখ্যা ক্রমাগত হারে বাড়ছে। যা এই শতাব্দীর মাঝামাঝি সময়ে শিশুদের জনসংখ্যাকেও (Population) ছাড়িয়ে যাবে।
UNFPA-এর ‘ইন্ডিয়া এজিং রিপোর্ট-২০২৩’ (India Aging Report) অনুসারে, জাতীয় স্তরে বয়স্কদের অর্থাৎ ষাটোর্ধ্ব জনসংখ্যার অংশ ২০২১ সালে ১০.১ শতাংশ থেকে ২০৩৬ সালে ১৫ শতাংশ এবং ২০৫০ সালে ২০.৮ শতাংশে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘এই শতাব্দীর শেষ নাগাদ দেশের মোট জনসংখ্যার মধ্যে প্রবীণ মানুষের সংখ্যা দাঁড়াবে ৩৬ শতাংশের বেশি। বলা হয়েছে, ২০১০ সাল থেকে বয়স্কদের জনসংখ্যার ব্যাপক হারে বৃদ্ধি ঘটেছে, সেই সঙ্গে ১৫ বছরের কম বয়সির সংখ্যা প্রচুর হ্রাস পেয়েছে।
বলা হচ্ছে, শতাব্দীর মাঝামাঝি নাগাদ শিশু জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে বৃদ্ধের সংখ্যা। রিপোর্টে উল্লেখ, ‘২০৫০ সালের চার বছর আগে, ভারতে বয়স্ক জনসংখ্যার আকার ০-১৪ বছর বয়সি শিশুদের জনসংখ্যার সংখ্যাকে ছাড়িয়ে যাবে। সেই সময়ের মধ্যে ১৫-৫৯ বছরের জনসংখ্যার হারও হ্রাস পাবে। নিঃসন্দেহে, আজকের অপেক্ষাকৃত তরুণ ভারত আগামী দশকগুলিতে একটি দ্রুত বয়স্ক সমাজে পরিণত হবে বলেই এই রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এই নিয়ে দুই রাজ্যের নামও করা হয়েছে। উচ্চ প্রজনন হার রয়েছে এমন দুই রাজ্য বিহার (Bihar) এবং উত্তরপ্রদেশেও (Uttar Pradesh) ২০২১ সাল থেকে ২০৩৬ সালে বয়স্কদের জনসংখ্যা বৃদ্ধি পাবে। কিন্তু সেই ভাগ ভারতীয় গড়ের থেকে কম থাকবে বলে উল্লেখ প্রতিবেদনে।
স্বাভাবিকভাবে এই রিপোর্ট সামনে আসতেই চিন্তার ভাঁজ পড়েছে ভারতের কপালে। তরুণ ভারতের স্বপ্ন দেখা কেন্দ্রীয় সরকারও এই নিয়ে দৃষ্টিপাত করেছে। তবে ভারতীয়দের আয়ু আগের থেকে বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ায় এই অনুপাত বাড়ছে বলে মনে করা হচ্ছে। তবে বিষযটি নিয়ে আরও গভীরভাবে আলোচনার প্রয়োজন রয়েছে।