ভোটগণনায় বড় বদল, আগে পোস্টাল ব্যালট, পরে ইভিএম গণনার সিদ্ধান্ত কমিশনের

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের ফল গণনা নিয়ে জারি হল নয়া নির্দেশিকা। বিরোধীদের বহুদিনের দাবিকেই গুরুত্ব দিয়ে বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। এতদিন পর্যন্ত একসঙ্গে শুরু হত পোস্টাল ব্যালট (Postal Ballot) ও ইভিএমের (EVM) ভোটগণনা। ফলে বহু কেন্দ্রেই দেখা যেত, ইভিএমের ফলাফল আগে প্রকাশ্যে এসে যাচ্ছে, অথচ তখনও শেষ হয়নি পোস্টাল ব্যালটের গণনা। বিরোধী দলগুলির অভিযোগ, এর সুযোগ নিয়ে বিজেপি একাধিক কেন্দ্রে কারচুপি করেছে।

ভোট গণনার নিয়মে পরিবর্তন আনল কমিশন (Election Commission)

আগে নিয়ম ছিল যে প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে। সেই ফল ঘোষণা করে তবেই ইভিএম খোলা হবে। তবে ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে কমিশন (Election Commission) নিয়ম বদলে দেয়। জানানো হয়, সময় বাঁচাতে দু’টির গণনা একসঙ্গে শুরু হবে। ফলে, সকাল ৮টায় পোস্টাল ব্যালট গণনা শুরু হওয়ার পর আধঘণ্টার মধ্যেই, অর্থাৎ ৮:৩০ নাগাদ শুরু হয়ে যেত ইভিএম খোলা। এতে কোথাও কোথাও দেখা যেত, পোস্টাল ব্যালটের সংখ্যা অনেক বেশি হওয়ায় তার গণনা শেষ হওয়ার আগেই ইভিএমে ভোটগণনা প্রায় শেষ হয়ে যাচ্ছে।

বিরোধীদের দাবি মেনে নয়া সিদ্ধান্ত

এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে এবার কমিশন (Election Commission) ফের নতুন সিদ্ধান্ত নিল। জানানো হয়েছে, পোস্টাল ব্যালট গোনা শেষ না হওয়া পর্যন্ত ইভিএম খোলা যাবে না। অর্থাৎ শেষ ধাপের ইভিএম গণনা আটকে রাখা হবে যতক্ষণ না পোস্টাল ব্যালটের ফলাফল সম্পূর্ণ হয়। ফলে, এবার আর ইভিএমের ফল আগে বেরিয়ে আসবে না।

আরও পড়ুনঃ বিদ্যাসাগর প্রসঙ্গ টেনে শ্রদ্ধা শাহর, পাল্টা “ক্ষমা চাইতে হবে” বললেন অভিষেক, কেন?

কমিশনের (Election Commission) দাবি, ভোট গণনায় স্বচ্ছতা বজায় রাখতে এবং বিরোধীদের উদ্বেগ দূর করতেই এই সিদ্ধান্ত। গত কয়েক বছরে পোস্টাল ব্যালটের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাই এবার গণনা প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতেই এই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।