ভোটার তালিকার সমীক্ষা শুরুর আগে বড় পদক্ষেপ, বাংলায় নতুন ২ আধিকারিক নিয়োগ করল কমিশন

Published on:

Published on:

Election Commission appoints new officials in Bengal ahead of polls

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে বাংলার জন্য নতুন নিয়োগ। বৃহস্পতিবার রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় পরিবর্তনের ঘোষণা করল কমিশন (Election Commission)। কমিশন সূত্রে জানা গিয়েছে বাংলার জন্য এক জন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এবং এক জন যৌথ মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে বাংলায় সম্ভাব্য নিবিড় ভোটার সমীক্ষা (SIR) নিয়ে কমিশন আরও সক্রিয় হয়ে উঠেছে।

নতুন দুই আধিকারিক কে?

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, বাংলার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগ করা হয়েছে অরুণ প্রসাদকে। তিনি ২০১১ সালের ব্যাচের আইএএস আধিকারিক। অন্যদিকে, যৌথ মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে আসীন হয়েছেন হরিশঙ্কর পানিকর, যিনি ২০১৩ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস।

এই দুই আধিকারিক কমিশনে যোগদানের আগে যথাক্রমে আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির কার্যনির্বাহী কর্তা এবং বাংলার অর্থ দপ্তরের বিশেষ সচিব পদে দায়িত্ব সামলাচ্ছিলেন। সম্প্রতি কমিশন (Election Commission) রাজ্য সরকারকে এই দুই পদে উপযুক্ত নামের তালিকা পাঠাতে বলেছিল। সেই তালিকা থেকেই এদের বাছাই করা হয়েছে।

তবে এখানেই নিয়োগ প্রক্রিয়া শেষ নয়। কমিশন (Election Commission) সূত্রে খবর, বাংলার জন্য এখনও ডেপুটি চিফ ইলেক্টোরাল অফিসার পদে তিনটি আসন ফাঁকা রয়েছে। শূন্য পদগুলি পূরণের জন্যও রাজ্য সরকারের কাছে নাম চেয়েছে কমিশন। ফলে আগামী কয়েক সপ্তাহে ওই শূন্য পদগুলিতে নিয়োগের সম্ভাবনা রয়েছে।

কমিশন (Election Commission) সূত্রে খবর চলতি মাসেই বাংলার শুরু হতে পারে SIR

কমিশন (Election Commission) সূত্রে আরও জানা গিয়েছে, চলতি মাসেই বাংলায় ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা শুরু হতে পারে। কয়েক দিন আগে নয়াদিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে SIR-এর প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে সারা দেশে ভোটার তালিকার পরিমার্জনের কাজ শুরু হওয়ার কথা।

Election Commission appoints new officials in Bengal ahead of polls

আরও পড়ুনঃ “প্রাকৃতিক নয়, মানবসৃষ্ট বিপর্যয়”, ৬৫ কিউসেক জল ছাড়ায় ডিভিসির বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

এই নিয়োগের ফলে বাংলায় ভোটের আগে কমিশনের (Election Commission) বিশেষ নজরদারির ইঙ্গিত মিলছে। খুব শীঘ্রই বাংলায় SIR শুরু হবে বলে মনে করা হচ্ছে। এখন শাসক ও বিরোধী দুই রাজনৈতিক শিবিরই কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে।