বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি নির্বাচনী তালিকায় ধরা পড়ল বড় গাফিলতি। বিশেষ সূত্র মারফত খবর, রাজ্যের দু’টি বিধানসভা এলাকায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এমন ১০২ জনের নাম, যাঁরা বাস্তবে অস্তিত্বহীন! এই বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি দুই নির্বাচন রেজিস্ট্রার অফিসার (ERO)-কে তলব করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর (Election Commission)।
ভোটার তালিকায় নাম, অথচ মাঠে পাঠানোই হয়নি BLO
পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এবং উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুর এলাকার ERO-দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তথ্য যাচাই করতে বুথ লেভেল অফিসারদের (BLO) পাঠানোই হয়নি। অথচ, নাম উঠে গেছে ভোটার তালিকায়! নন্দকুমারের ERO নিজের মুখেই স্বীকার করেছেন যে, তাঁদের এলাকায় অন্তত ৫৯ জন অস্তিত্বহীন নাম ভোটার লিস্টে ঢুকেছে। রাজারহাট-গোপালপুরের ক্ষেত্রেও অন্তত ৪৩ জন ভুয়ো নাম তালিকায় উঠেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ১০ হাজারে বিক্রি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, তৈরি হচ্ছে ভুয়ো আধার কার্ড, বাংলায় ধরা পড়ল জালিয়াতিচক্র
FIR ও বরখাস্তের পথে কমিশন (Election Commission)
কমিশনের (Election Commission) এক কর্তার দাবি, দুই ERO নিজেদের অফিসিয়াল ID শেয়ার করেছিলেন ডেটা এন্ট্রি অপারেটরদের সঙ্গে। তার জেরেই এই জালিয়াতি ঘটেছে বলে মনে করা হচ্ছে। তাই এই ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করা এজেন্সিগুলিকেও ব্ল্যাকলিস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বাংলার ভোটের তালিকার জুড়ে শুধু মৃত-বাংলাদেশী-রোহিঙ্গাদের নাম, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
জাতীয় নির্বাচন কমিশনের কাছেও রিপোর্ট
শুধু তাই নয়, দুই ERO-র বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের কাছেও রিপোর্ট পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে FIR করা হবে বলে সূত্রের খবর। কীভাবে যাচাই ছাড়াই ১০২ জনের নাম এল ভোটার তালিকায়, তা এখন তদন্তের মূল বিষয় হয়ে উঠেছে।