বাংলা হান্ট ডেস্কঃ বিহারে আসন্ন বিধানসভা ভোটের আগে বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission)। নতুন সংশোধিত তালিকা থেকে বাদ যাচ্ছে প্রায় ৫৬ লক্ষ মানুষের নাম। মঙ্গলবার পর্যন্ত বলা হয়েছিল ৫২ লক্ষ। কিন্তু বুধবার কমিশন (Election Commission) জানিয়েছে, গড়ে প্রতি বিধানসভা আসনে কাটা পড়বে ২৩ হাজার নাম। মৃত ভোটার, অন্য রাজ্যে চলে যাওয়া মানুষ, আর একই ব্যক্তির একাধিক ঠিকানায় থাকা, এই তিন কারণেই চলছে এই ছাঁটাই।
মৃত ২০ লক্ষ, অন্য রাজ্যে্র ২৮ লক্ষ
কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, বাদ পড়া নামগুলোর মধ্যে অন্তত ২০ লক্ষ মানুষ মারা গিয়েছেন বলে সরকারি প্রমাণ রয়েছে। আবার প্রায় ২৮ লক্ষ ভোটার বিহারে থাকেন না, ভিন্রাজ্যে বসবাস করছেন। তাই তাঁদের নামও কাটা হচ্ছে। এ ছাড়া প্রায় ৭ লক্ষ মানুষের নাম একাধিক ঠিকানায় থাকায় সেগুলোও বাদ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টে মামলা, তবু সিদ্ধান্তে অনড় কমিশন (Election Commission)
এখনই ভোটার তালিকা প্রকাশ নিয়ে একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। আদালত বলেছে, নাগরিকত্ব যাচাই করা নির্বাচন কমিশনের (Election Commission) কাজ নয়। কিন্তু কমিশনের বক্তব্য, তারা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই ভোটার তালিকায় নাম রাখার আগে যাচাই করতেই পারে।
এই ছাঁটাই নিয়ে আগেই মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছিলেন, বিহারে ৪০ লক্ষ নাম বাদ যাচ্ছে। কিন্তু কমিশনের (Election Commission) নতুন ঘোষণায় সেই সংখ্যাও ছাড়িয়ে গেছে। মমতা আশঙ্কা করেছিলেন, পশ্চিমবঙ্গেও একই কাজ হতে পারে। তাই প্রশ্ন উঠছে এই ছাঁটাই কি কেবল নির্বাচন সুষ্ঠুভাবে করতেই, না কি এর পিছনে অন্য কোনও লক্ষ্য আছে?
কমিশন (Election Commission) বলছে, আধার, ভোটার আইডি বা রেশন কার্ড কোনওটিকেই একমাত্র পরিচয়পত্র হিসেবে ধরা হয়নি। তবে আগামী ১ অগস্ট প্রকাশিত হবে নতুন খসড়া তালিকা। সেই তালিকায় নাম না থাকলে পরে সংশোধনের সুযোগ থাকবে বলে জানিয়েছে কমিশন (Election Commission)।