বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) শিয়রে। একদিকে দেশের রাজনৈতিক দলগুলি যেমন তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে অন্যদিকে মাঠে নেমে পড়েছে নির্বাচন কমিশনও (Election Commission)। জেলায় জেলায় লুকিয়ে থাকা শাহজাহানদের (Sheikh Shahjahan) খুঁজে বের করে তাদের গারদের ওপারে পাঠানোর নির্দেশ দিল নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। একই সাথে সন্দেশখালি নিয়েও আগ্রহ প্রকাশ করল নির্বাচন কমিশন।
নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ লগ্নে। তার আগেই কলকাতায় পা রাখল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তিলোত্তমা নগরীতে পা রাখতেই দফায় দফায় বৈঠক শুরু করেছে ফুলবেঞ্চের সদস্যরা। রাজ্যের রাজনৈতিক দল থেকে শুরু করে ডিএম, এসপি ও পুলিস কমিশনারদের সঙ্গে দফায় দফায় বৈঠক হল এইদিন। সেই বৈঠকে উঠে এল রাজ্যের হটকেক সন্দেশখালির প্রসঙ্গ।
বিগত দেড়মাস ধরে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালির হাওয়া। সেই আগুন পৌঁছে গেছে দেশের প্রতিটি মানুষের ঘরে। দিকে দিকে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। স্বাভাবিকভাবেই এইদিন নির্বাচন কমিশনের সদস্যদের মুখেও উঠে এল ‘সন্দেশখালি’র কথা। সূত্রের খবর, বৈঠকের দ্বিতীয়ার্ধ্বে সন্দেশখালির পরিস্থিতি জানতে চান মুখ্য নির্বাচন কমিশনার।
আরও পড়ুন : রাত বাড়লেই দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় তুমুল বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, IMD-র ভয়ঙ্কর রিপোর্ট
জবাবে বসিরহাটের পুলিশ কমিশনার মেহেদি হাসান বলেন, ‘আমি নতুন এসেছি। ঘটনার সময়ে দায়িত্বে ছিলাম না’। এখানে বলে রাখা ভালো, সন্দেশখালিকাণ্ডের সময় বসিরহাটের পুলিশ কমিশনার এখন বদলি হয়ে গেছেন কালিম্পংয়ে। কথাবার্তা চলতেই আসরে নামেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি প্রশ্ন করেন, বসিরহাট পুলিশ জেলার দায়িত্বে যিনি ছিলেন, সেই পুলিশ সুপার কি এই বৈঠকে রয়েছেন?
আরও পড়ুন : ছেড়ে দিয়েও ফের কামব্যাক! আবারও ভোটে দাঁড়াচ্ছেন মিমি? এবার কোন দলে! তুঙ্গে জল্পনা
এরপরেই উঠে দাঁড়ান সেই সময়কার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা জবি টমাস। তাকে দেখেই যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন মুখ্য নির্বাচন কমিশনার। রেখে গিয়ে বলেন,‘ আপনি তাহলে এতক্ষণ চুপ করে বসেছিলেন কেন? আপনার তো নিজে থেকেই বলা উচিত ছিল?’ এখানেই থেমে থাকেননি তিনি। শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার কেন করা হয়নি সেটা নিয়েও চার্জ করে নির্বাচন কমিশন। সেই সাথে এটাও নির্দেশ, জেলায় জেলায় যেখানে শাহাজাহানের মতো ব্যক্তিরা রয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…