বাংলা হান্ট ডেস্কঃ অগস্টের শেষের দিকে বাংলায় SIR (বিশেষ নিবিড় সংশোধন) প্রক্রিয়া শুরুর পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু ২০০২ সালের বহু বুথের ভোটার তালিকা না মেলায় সেই কাজ পিছিয়ে যেতে পারে বলে খবর সূত্রের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় কমিশনের কাছে প্রস্তাব দিয়েছেন, ২০০২ সালের সঙ্গে ২০০৩ সালের ভোটার তালিকা মিলিয়ে একটি চূড়ান্ত রেফারেন্স তালিকা প্রকাশের অনুমতি দেওয়ার জন্য। কিন্তু ২০০২ সালের বহু বুথের ভোটার তালিকা না মেলায় SIR কাজ স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রায় ১০০ বুথের ভোটার তালিকা নেই
সূত্রের খবর, গাইঘাটা বিধানসভা কেন্দ্রের প্রায় ১০০ বুথের ভোটার তালিকা নেই। মেলেনি বীরভূম ও হাওড়ার কয়েকটি বুথের নথিও। ২০০৯ সালের ডিলিমিটেশনে বহু কেন্দ্রের সীমা বদল ও বুথ সংখ্যা বৃদ্ধির কারণে রেকর্ড হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশনের (Election Commission) এক কর্তা জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে ২০০২ ও ২০০৩ সালের মিলিত তালিকা তৈরি করাই হবে সমাধান।
বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব কমিশনের (Election Commission)
SIR নিয়ে বিরোধীদের অভিযোগ তুঙ্গে। তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “SIR মানে Scientific Invisible Rigging।” তাঁর দাবি, বিহারে কারচুপি করে এবার বাংলায় একই চেষ্টা করছে বিজেপি-নির্বাচন কমিশন। সিপিএম নেতা সুজন চক্রবর্তীও অভিযোগ করেছেন, কমিশন বিজেপির এজেন্টের মতো আচরণ করছে। কমিশনের তরফে অবশ্য বলা হচ্ছে, পুরো প্রক্রিয়া ভোটার-বান্ধব এবং নিয়ম মেনেই হবে।
আরও পড়ুনঃ ১০৫ মিনিট নন-স্টপ থেকে ১২ বার পতাকা উত্তোলন, ইন্দিরাকে ছাপিয়ে নতুন মাইলস্টোন মোদীর
বাংলায় SIR প্রক্রিয়া শুরু হতে দেরি হলেও নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে আশ্বাস, প্রয়োজনীয় নথি মিলিয়ে দ্রুত রেফারেন্স ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে বিরোধীরা মনে করছে, এই বিলম্ব আসলে রাজনৈতিক কৌশল। এখন দেখার, কমিশনের পদক্ষেপে প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ থাকে।