তথ্য যাচাই ছাড়াই তালিকায় শতাধিক ‘ভুতুড়ে’ ভোটার, ইআরওদের তলব করতে কেঁচো খুঁড়তে বেরোলো কেউটে!

Updated on:

Updated on:

বাংলাহান্ট ডেস্ক : বিহারের আদলে বাংলাতেও এসআইআর চালুর আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন মহলে। এই আবহে ‘অস্তিত্বহীন’ ভোটারদের তালিকা থেকে সরাতে ব্যস্ত নির্বাচন কমিশন (Election Commission)। বুথ লেভেল অফিসার থেকে ইআরওদের তলব করা হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। কিছু ক্ষেত্রে ব্যবস্থাও নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে। এবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এবং উত্তম ২৪ পরগণার রাজারহাট গোপালপুর কেন্দ্রেও ধরা পড়ল শতাধিক ভুয়ো ভোটার।

ভুয়ো ভোটারদের কাণ্ডে ফের ইআরওদের তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের (Election Commission)

তথ্য যাচাইয়ের জন্য বিএলওদের পাঠানো হয়নি। অথচ ভোটার তালিকায় সরাসরি নাম রেজিস্টার্ড হয়েছে বহু অস্তিত্বহীন ভোটারের। অবৈধ নথিপত্র থাকা সত্ত্বেও অনলাইনে ভোটার তালিকায় কীভাবে নাম নথিভুক্ত হল তাদের? জানার জন্যই শনিবার উক্ত দুই কেন্দ্রের ইআরওদের তলব করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (Chief Electoral Officer) দফতরে।

Election commission found more than hundred fake voters

শতাধিক অস্তিত্বহীন ভোটারের খোঁজ: নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর, তালিকা খতিয়ে দেখতে গিয়েই এই অবৈধ নথিগুলি উদ্ধার হয়। তারপরেই সংশ্লিষ্ট ডিইওদের মাধ্যমে তলব করা হয় দুই ইআরওদের। জানা গিয়েছে, দুই ইআরও স্বীকার করে নিয়েছেন যে, নন্দকুমারের ক্ষেত্রে ৫৯ জন এবং রাজারহাট গোপালপুরের ক্ষেত্রে ৪৩ জন এমন ভোটার রয়েছে যাদের ক্ষেত্রে তথ্য যাচাইয়ের জন্য বিএলওদের পাঠানো হয়নি। তবে তাদের নাম কীভাবে উঠল তালিকায়? কমিশন (Election Commission) সূত্রে খবর, ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে আবছা আধার এবং প্যান কার্ড দেখিয়ে সরাসরি নাম তোলা হয় এই ‘ভুতুড়ে’ ভোটারদের। ডিইওদের নিযুক্ত করা এজেন্সির কাছে নাকি নিজেদের আইডি দিয়েছিলেন ইআরওরা।

আরও পড়ুন : আমেরিকার ‘দাদাগিরি’র পালটা চাল রাশিয়ার, পরমাণু সংঘর্ষের ইঙ্গিত! তৃতীয় বিশ্বযুদ্ধ কি অবশ্যম্ভাবী?

আইনি পদক্ষেপের সিদ্ধান্ত: মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় সংশ্লিষ্ট ডিইওদের বিরুদ্ধে এফআইআর করা হবে এবং তাদের এজেন্সিগুলিকে ব্লক করা হবে। পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই ইআরওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গিয়েছে। একই অভিযোগে এর আগেও ইআরওদের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনি পদক্ষেপ।

আরও পড়ুন : ন’মাসের টানা দুর্ভোগ, নিউ গড়িয়ার মেট্রো যাত্রীদের জন্য আসছে ‘দেবদূত’! বিশেষ উদ্যোগ রাজ্যের

নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে জানা যাচ্ছে, ভুয়ো ভোটার ইস্যুতে বিএলওদের সঙ্গে ইআরওদের কাজের কোনও সামঞ্জস্য থাকছে না। অভিযোগ, বেশ কিছু বিধানসভা কেন্দ্রে ঘন্টায় গড়ে ১০০ জন ভোটারের নাম নথিভুক্ত হলেও তার মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে অস্তিত্বহীন। এ বিষয়ে কমিশনের তরফে বলা হয়েছে, শাস্তি দেওয়া নয়, বরং বৈধ ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে স্বচ্ছ তালিকা তৈরির মেকানিজম তৈরি করাটাই মূল লক্ষ্য।