বাংলাহান্ট ডেস্ক : আগামী ৪ তারিখ এসআইআর (SIR) এর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। তবে ভোটার তালিকায় সংশোধনী প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই নানান প্রশ্ন, অভিযোগ উঠছে। অ্যাপে ফর্ম ডিজিটাইজেশনের সমস্যা বড় হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই এসআইআর সংক্রান্ত বেশ কিছু তথ্য সামনে এনেছে নির্বাচন কমিশন।
এসআইআর (SIR) নিয়ে তথ্য দিল নির্বাচন কমিশন
কমিশন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত ২৭ লক্ষ ৭১ হাজার ফর্ম আন কালেক্টেড রয়েছে। এর মধ্যে মোট ১৫ লক্ষ ৫৩ হাজার ভোটার মৃত বলে জানা গিয়েছে। এদিকে ২ লক্ষ ৬১ হাজার ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। ৮ লক্ষ ৮৮ হাজার ভোটার স্থানান্তরিত হয়েছে বলে জানা যাচ্ছে। ডবল এন্ট্রি রয়েছে ৫৮ হাজার ১৬৪ হাজার ভোটারের।

কাদের নাম থাকবে না খসড়া তালিকায়: কমিশন সূত্রে জানা যাচ্ছে, খসড়া তালিকায় তাঁদের নাম থাকবে না। আলাদা করে কমিশন তালিকা তৈরি করবে। কমিশনের থেকে পাওয়া তথ্য বলছে, শুক্রবার পর্যন্ত মোট ৬ কোটি ৭৩ লক্ষ ফর্ম ডিজিটাইজড (SIR) হয়েছে। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই প্রকাশিত হবে তা।
আরও পড়ুন : নতুন ভোটারদের নাম তোলায় নিয়ম বদল, মৃত ভোটারদের নাম সরাতে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের
কী জানাল কমিশন: কমিশনের তরফে এও জানানো হয়েছে, যারা যারা ফর্ম জমা দিয়েছেন সবার নামই খসড়া তালিকায় থাকবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বুথেও বেরোবে তালিকা। তবে মৃত ভোটার বা অন্য কারণে তাদের নাম বাদ পড়বে তাদের তালিকা আলাদা ভাবে প্রকাশ করা হবে।
আরও পড়ুন : প্রতি স্কুলে সমতা আনার তোড়জোড়, সেমিস্টারের ফি-এর অঙ্ক বেঁধে দিল সংসদ
মৃত ভোটারদের জন্য আলাদা ভাবে তালিকা প্রকাশ করা হবে কমিশনের তরফে। যদি এমন হয় যে, ২০০২ সালের তালিকায় নাম রয়েছে, কিন্তু বিএলওরা বাড়িতে ফর্ম দিতে গিয়ে দেখতে পান সেই ব্যক্তি মৃত, তবে সেটা মার্ক করে ডিলিট করে দেওয়া হবে। আবার ২০২৫ এর ভোটার তালিকায় নাম রয়েছে, অথচ নির্দিষ্ট ঠিকানায় তাঁদের খুঁজে না পাওয়া গেলে তাঁদের নাম বাদ যাবে। পাশাপাশি ডবল এন্ট্রি হলে তাঁদের নামও বাদ যাবে।












