এসআইআর প্রক্রিয়ায় সরাসরি যুক্ত, নির্বাচন কমিশন শর্ত চাপাল খরাজ-নীল-বিশ্বনাথের উপর

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাংলায় শুরু হয়েছে এসআইআর (SIR) প্রক্রিয়া। কীভাবে অংশ নিতে হবে এই প্রক্রিয়ায়, কোন কোন নথি প্রয়োজন এ বিষয়ে বারংবার সাধারণ মানুষকে সচেতন করছে নির্বাচন কমিশন। একটি প্রচার ভিডিও-ও তৈরি করা হয়েছে কমিশনের তরফে। সেখানে তিন অভিনেতাকে দেওয়া হল বিশেষ নির্দেশ।

এসআইআর (SIR) প্রক্রিয়ার জন্য বিশেষ নির্দেশ তিন অভিনেতাকে

এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে যে প্রচার ভিডিওটি তৈরি করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে খরাজ মুখোপাধ্যায়, নীল ওরফে সুজন মুখোপাধ্যায় এবং বিশ্বনাথ বসুকে। গুপি-বাঘা এবং শুন্ডির রাজার চরিত্রে দেখা গিয়েছে টলিউডের এই তিন অভিনেতাকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ভিডিওটি। মানুষকে এসআইআর (SIR) নিয়ে সচেতন করতেই এই ভিডিও তৈরি করা হয়েছে।

Election commission gave special instruction to these people for SIR

কী নির্দেশ কমিশনের: সূত্রের খবর বলছে, এই ভিডিওর জন্যই কমিশনের বিশেষ নির্দেশ মানতে হবে তিন অভিনেতাকে। জানা গিয়েছে, কমিশনের নির্দেশ অনুযায়ী, এসআইআর (SIR) প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হওয়ার কারণে প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও রাজনৈতিক দলে যোগদান করতে পারবেন না তাঁরা। কোনও রাজনৈতিক দলের হয়ে কাজও করতে পারবেন না তাঁরা।

আরও পড়ুন : ‘ঘরের ছেলে ঘরে ফিরল’, তৃণমূলে শোভন-বৈশাখী, ঘর ওয়াপসিতে আবেগঘন প্রাক্তন মেয়র

আগে সরে দাঁড়িয়েছেন দুই অভিনেতা: শুধু এই তিন টলিউড অভিনেতাই নন। এর আগে নির্বাচন কমিশনের হয়ে দেশের আইকন হয়েছিলেন অভিনেতা রাজকুমার রাও। কিন্তু তিনি শর্ত মানতে পারছেন না বলে পরে চিঠি লিখে সরে দাঁড়ান।

আরও পড়ুন : ক্যালকুলেটর ব্যবহার করা যাবে জেইই মেন-এ? অনুমতি দিয়েও ফের নয়া বিজ্ঞপ্তি প্রকাশ এনটিএ-র

বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিও কমিশনের কাজ পেয়েছিলেন। কিন্তু ‘ম্যায় অটল হুঁ’ ছবির জন্য সেই কাজ থেকে সরে দাঁড়ান তিনি। কমিশনের শর্ত মতোই আগামী কয়েক মাস কোনও রাজনৈতিক কাজে যুক্ত থাকতে পারবেন না বাংলার এই তিন অভিনেতা।